News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১ মাঘ ১৪৩২

জনগণই দিপুর অস্ত্র শক্তি সবকিছু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | রূপগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৭:৪৩ পিএম জনগণই দিপুর অস্ত্র শক্তি সবকিছু

মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেছেন, দিপু আঠারো বছর আপনাদের ছেড়ে যায়নি। সুখে-দুঃখে সবসময় আপনাদের পাশে ছিল। দিপু আপনাদের কাছে টাকা-পয়সা চায় না, শুধু পাশে থাকার প্রত্যাশা করে। আপনারাই দিপুর শক্তি, আপনারাই দিপুর অস্ত্র। আপনাদের ছাড়া দিপু একা কিছু করতে পারবে না।

বুধবার (১৪ জানুয়ারি) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভায় বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, গত বছর আমি এখানে এসেছিলাম, তখন একটি শিশু ধর্ষণের শিকার হয়েছিল। চেয়ারম্যান আমাকে বলেছিলেন ঘটনাস্থলে যেতে এবং দিপু যেন আমার পাশে থাকে। তিনি দিপুকে খুব পছন্দ করেন এবং তার ওপর পূর্ণ আস্থা রাখেন।

বিএনপির আন্দোলন-সংগ্রামের কথা তুলে ধরে আফরোজা আব্বাস বলেন, আমরা আঠারো বছর স্বাভাবিকভাবে ঘরে থাকতে পারিনি। হামলা-মামলা, গুম ও খুনের শিকার হয়েছি। আমার স্বামী ও দেবররা জেল খেটেছেন। আগামী ১২ তারিখ ব্যালটের মাধ্যমে আমরা এর জবাব দেব।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group