তৈমূর আলম খন্দকার নারায়ণগঞ্জের বিএনপি থেকে কেন্দ্রীয় চেয়ারপার্সনের উপদেষ্টা দায়িত্ব পালন করেছিলেন। ২০২২ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হওয়ায় নিয়ে দল থেকে বহিস্কার হন তিনি। এরপর থেকে বিএনপি ফেরা নিয়ে দেড় বছর বেশি সময় অপেক্ষা করার পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃনমূল বিএনপিতে যোগদান করে মহাসচিব হন। গত বছর ৩০ অক্টোবর তৃনমূল বিএনপি ছাড়েন তিনি। এরপর থেকে তৈমূর আলম খন্দকার বিএনপিতে ফেরা বার্তা গুঞ্জন শুরু হয়।
৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মারা গেলে এক শোক বার্তা তৈমূর আলম খন্দকার বলেছেন, আমি বহিস্কার হওয়ার পর শীর্ষ নেতাদের তিনি জিজ্ঞাসা করেছিলেন “আমার তৈমূর কই? তাকে কেন বহিস্কার করলা, দলের প্রতি তার কি কোন অবদান নাই?” একথা আমি মিডিয়াতে দেখেছি ও শুনেছি।’ তাই সব সময় বলি “আমার পিঠের চামড়া দিয়ে দেশনেত্রীর জুতা বানিয়ে দিলেও এ-ঋণ শোধ হবে না”।
এরপর থেকে বিএনপি একাধিক স্থানে বেগম খালেদা জিয়ার দোয়া মিলাদে পাশাপাশি তার শোক বইয়ে তৈমূর আলম খন্দকারের উপস্থিতি দেখা মিলেছে। একই সাথে গত ৫ জানুয়ারি নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের মাতা মৃত্যুতে তৈমূর আলম খন্দকারকে জানাযা দেখা গেছে। ৯ জানুয়ারি কুলখানীতে বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের সাথে তৈমূরকে এক মঞ্চে দেখা মিলেছে। তৈমূর আলম খন্দকার, প্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান সকলের কাছে।
বিএনপি একাধিক সূত্রে জানা গেছে, তৈমূর আলম খন্দকার সহ সারাদেশের বহিস্কৃত হেভিওয়েট নেতাদের ফেরানো পরিকল্পনা রয়েছে। একত্রে না নিলেও পৃথক পর্যায়ে জেলা ও মহানগর কমিটিকে শক্তিশালী রূপ নিতে তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হতে পারে। যারা বিএনপি থেকে কোন কারণে বহিস্কার হয়েছেন, তাদেরকে ওই ভাবে দলে ফেরত নেয়া হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে সারাদেশে হেভিওয়েট নেতাদের নাম তালিকা করেছেন। এদের মধ্যে অনেককে এবার জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেয়নি। তাদেরকে কেন্দ্রীয় ও জেলা-মহানগর বিএনপি গুছাতে প্রস্তুতি করা হচ্ছে। জাতীয় সংসদ সদস্যরা দেশের উন্নয়নের থাকবে আর বিএনপি পদধারী নেতারা দল গুছাতে ব্যস্ত থাকবেন এমন পরিকল্পনা সাজানো হয়েছে। বয়োজ্যেষ্ঠ নেতাদের পদোন্নতি ও তরুণদের দলের গুরুত্বপূর্ণ পদে আনা হচ্ছে চলতি বছরে। সেই সময়ে বহিস্কৃত হেভিওয়েট নেতাদের বহিস্কারাদেশ প্রত্যাহার হওয়া সম্ভাবনা রয়েছে।





























আপনার মতামত লিখুন :