গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির বলেছেন, হ্যা ভোট হবে জুলাই সনদের বাস্তবায়নের পক্ষে আর না ভোটে আগের অবস্থায় ফিরে যেতে হবে। আমাদের সত্যের পক্ষে ও নিরপেক্ষতার পথে থাকতে হবে। সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে আমরা যেন উৎসবমুখর পরিবেশে একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন উপহার দিতে পারি এটাই আমাদের লক্ষ্য।
মঙ্গলবার ১৪ জানুয়ারি দুপুরে নারায়ণগঞ্জ কাশিপুর নারায়ণগঞ্জ ডায়াবেটিক সমিতি মিলনায়তনে এই প্রচারণা ও উদ্ধুদ্ধ করণ সভায় তিনি এসব কথা বলেন।
গণভোট নিয়ে গণসচেতনা বৃদ্ধি প্রচারণার পাশাপাশি জেলার ঝুঁকিপূর্ণ ভোটগুলো পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রিটানির্ং কর্মকর্তা রায়হান করিব।
তিনি আরো বলেন, জেলার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো ইতোমধ্যেই চিহ্নিত করা হয়েছে এবং সব ভোটকেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও যেসব এলাকা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হবে, সে অনুযায়ী বিভিন্ন বাহিনীর সদস্য মোতায়েন থাকবে এবং কঠোর মনিটরিং করা হবে।
তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটি নির্বাচন আয়োজনের জন্য যা যা করণীয়, আমরা তাই করছি। মানুষের মধ্যে আস্থার জায়গা ফিরিয়ে আনতে জেলার আইন-শৃঙ্খলা সকল বাহিনী সহ আমরা সবাই একসঙ্গে কাজ করছি। আপনাদের সহযোগিতায় আমরা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে একটি অবাধ সুষ্ঠু, উৎসবমুখর সুন্দর ঐতিহাসিক নির্বাচন উপহার দিতে পারব বলে বিশ্বাস করি।


































আপনার মতামত লিখুন :