News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

পঞ্চবটিতে মৃত ভ্রুন উদ্ধার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৮:১৬ পিএম পঞ্চবটিতে মৃত ভ্রুন উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় পঞ্চবটি পাচতলা কলোনীর সামনে একটি পরিত্যক্ত ঝোঁপ থেকে দুটি মৃত ভ্রুন বাচ্চা উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে জরুরী সেবা-৯৯৯-এ ফোন  পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভ্রূণ দুটি উদ্ধার করে।

স্থানীয় সূত্র জানায়, এলাকার কয়েকজন বাসিন্দা পরিত্যক্ত জায়গায় সবুজ রংয়ের কাপড়ে মোড়ানো কিছু পড়ে থাকতে দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে সেগুলো উদ্ধার করলে ভেতরে দুটি ভ্রূণ বাচ্চা পাওয়া যায়।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এস,আই) আফতাব আহম্মেদ জানায়, জরুরী সেবা ৯৯৯-এ ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন এবং কাপড়ে মোড়ানো ভ্রুন দুটি উদ্ধার করেন। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। কে বা কারা কী উদ্দেশ্যে ভ্রূণ দুটি সেখানে ফেলে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের সঙ্গে কথা বলা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group