News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

মান্নানের মনোনয়ন বাতিল চান গিয়াসউদ্দিন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ১০:১৩ পিএম মান্নানের মনোনয়ন বাতিল চান গিয়াসউদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়নপত্র বাতিল চেয়ে আপিল করেছেন এই আসনেরই স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিন। শুক্রবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশন বরাবর এই আবেদন করা হয়। আগামী ১৭ জানুয়ারি এই আপিলের শুনানি অনুষ্ঠিত হবে বলে গিয়াস উদ্দিন জানান।

আপিলে উল্লেখ করা হয়, আজহারুল ইসলাম মান্নান নারায়ণগঞ্জ-৩ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেন। অভিযোগে বলা হয়, গত জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা যথাযথ যাচাই ও তদন্ত ছাড়াই তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেন, যা আইনবহির্ভূত। যদিও অর্ডার, ১৯৭২-এর ১৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী আপত্তি উঠলে রিটার্নিং অফিসারের সংক্ষিপ্ত তদন্ত পরিচালনার বিধান রয়েছে।

আপিলে আরও অভিযোগ করা হয়, প্রতিপক্ষ প্রার্থী তাঁর পেশা বা ব্যবসার প্রকৃত বিবরণ, সম্ভাব্য আয়ের উৎস এবং নিজের ও তাঁর উপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদ ও দেনার সঠিক তথ্য গোপন করেছেন। ফরম-২১ এ স্থাবর ও অস্থাবর সম্পত্তি সংক্রান্ত ভুল ও মিথ্যা তথ্য দিয়ে বাৎসরিক আয় আড়াল করার অভিযোগও তোলা হয়েছে।

ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্যে অনিয়মের অভিযোগ এনে বলা হয়, প্রতিপক্ষ প্রার্থী দুটি হিসাবের তথ্য দিলেও প্রাইম ব্যাংক পিএলসি, বসুন্ধরা শাখায় রক্ষিত একটি হিসাবসহ প্রিমিয়ার ব্যাংকের আরেকটি হিসাব গোপন করেছেন। অভিযোগ অনুযায়ী, বিভিন্ন ব্যাংকে তাঁর প্রায় ১০টি হিসাব রয়েছে, যা তদন্ত করলে বেরিয়ে আসত। কিন্তু আপত্তি সত্ত্বেও কোনো অনুসন্ধান ছাড়াই মনোনয়নপত্র গ্রহণ করা হয়।

পরিবার সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগও তোলা হয়েছে আপিলে। বলা হয়, প্রতিপক্ষ প্রার্থীর মোট পাঁচজন সন্তান থাকলেও তিনি মনোনয়নপত্রে মাত্র দুই সন্তানের নাম উল্লেখ করেছেন। অপ্রাপ্তবয়স্ক সন্তানদের ই-টিআইএন থাকার বিষয় এবং তাঁদের ও স্ত্রীর নামে বিপুল সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ আনা হয়। এ ছাড়া নির্বাচনে অবৈধ অর্থ ব্যবহারের আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।

আপিলে আরও বলা হয়, প্রতিপক্ষ প্রার্থী “এম/এস একতা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনস” নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকলেও সে প্রতিষ্ঠানের হিসাব ও ব্যবসায়িক তথ্য মনোনয়নপত্রে উল্লেখ করেননি। একই সঙ্গে ফরম-১০বি তে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে না দেওয়ার অভিযোগ তুলে বলা হয়, এতে অর্ডার, ১৯৭২-এর ১২ ও ১৩ অনুচ্ছেদ লঙ্ঘিত হয়েছে।

আপিলকারীর দাবি, যাচাই-বাছাইয়ের সময় তিনি আনুষ্ঠানিকভাবে আপত্তি উত্থাপন করলেও রিটার্নিং অফিসার তা নিষ্পত্তি না করে মনোনয়নপত্র গ্রহণ করেন, যা আইন ও বিধি পরিপন্থী।

সবশেষে আপিলে নারায়ণগঞ্জ-৩ আসনে মান্নানের মনোনয়নপত্র বাতিলের পাশাপাশি গত ৩ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা কর্তৃক গৃহীত আদেশ বাতিলের আবেদন জানানো হয়েছে।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group