ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পণ্যবাহী ট্রাকের চাপায় মাদুলী ইসলাম ভূঁইয়া (৭০) নামের এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার রাণীপুরা এলাকার বাসিন্দা। তিনি আজ সকালে (চেক সংক্রান্ত) মামলার বিষয়ে আদালতে এসেছিলেন বলে জানা গেছে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রেহানুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



































আপনার মতামত লিখুন :