নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে নতুন করে সার্টিফিকেট পেয়েছেন ৪৭জন আইনজীবী। মঙ্গলবার ২৯ এপ্রিল দুপুর ২টায় জেলা আইনজীবী সমিতির তৃতীয় তলায় জেলা আইনজীবী সমিতির ২০২৪ ব্যাচের পরিচিতি এবং ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে তাদেরকে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
এ সময় সার্টিফিকেট পাওয়া আইনজীবীদের উদ্দেশ্যে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ.এম. আনোয়ার হোসেন বলেন, সিনিয়র নেতৃবৃন্দ আপনাদের নবস সম্পর্কে বলেছেন। আপনাদেরকে আপনাদের নিজেদের ভাই ও সন্তান করি। আমি নিজে যে প্রশিক্ষণ পাইনি আপনাদের সেটি দেওয়ার ব্যবস্থা করছি। আপনাদের বুঝতে হবে একটি আন্দোলনের মধ্য দিয়ে দেশে পরিবর্তন হয়েছে। সব কিছু তছনছ হয়েছে। বিগত কমিটির সকলেই চলে গেছে। ফলে ইজিএম করে নির্বাচনের মাধ্যমে আমাদের দায়িত্ব নিতে হয়েছে। বিগত দিনের হিসাবে তাদের আচার আচরণ সব সামলে আমাদের এই সব আয়োজন করতে অনেক বেগ পেতে হচ্ছে।
তিনি আরো বলেন, বাংলাদেশে সুপ্রিম কোর্টের পর একমাত্র নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি মাথা উচু করে দাঁড়িয়ে আছে। যা অন্য কোনো জেলায় নাই। চন্দন সরকার হত্যার পর নারায়ণগঞ্জের আইনজীবীরা আন্দোলনের মাধ্যমে সারাবাংলাদেশের আইনজীবীদের ঐক্যবদ্ধ করেছে। নারায়ণগঞ্জ আদালতে ক্ষমতাসীন দলের আইনজীবীরা যদি হাত না দিতো, এমন দুইএকটি ঘটনা না ঘটতো তাহলে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির একজন বাংলাদেশের যেকোন জায়গায় গেলে তার সাথে হিসেব করে কথা বলতে হতো।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট আজিজ আল মামুন, সহ সভাপতি অ্যাডভোকেট মাঈনউদ্দিন মিয়া, সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলম খান, ট্রেজারার অ্যাডভোকেট জাহিদুল ইসলাম মুক্তা, বিনোদন সম্পাদক অ্যাডভোকেট শেখ আঞ্জুম আহম্মেদ রিফাত, লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট আসমা হেলেনা বিথি, সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট ফয়জুর রহমান ফাহিম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোজাম্মেল হক মল্লিক।
আপনার মতামত লিখুন :