News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

দুই হাসপাতালের সেবার মানোন্নয়নে ডিসির মতবিনিময়


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০৬:২২ পিএম দুই হাসপাতালের সেবার মানোন্নয়নে ডিসির মতবিনিময়

গ্রিণ এন্ড ক্লিন কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও নারায়ণগঞ্জ জেনারেল সেবার মানোন্নয়ন ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসকের উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৯ এপ্রিল সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে দুটি হাসপাতালের কর্তৃপক্ষ, সরকারি সকল দপ্তর এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের নিয়ে উক্ত মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে।

প্রথমবারের মত জেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলে।
মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তাদের পাশাপাশি রাজনৈতিক দল গুলোর মধ্যে বি.এন.পি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, গণসংহতি আন্দোলন, খেলাফত মজলিস, গণসংহতি আন্দোলন, এনসিপি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরাও অংশ নিয়ে তাদের অভিযোগ এবং মতামত প্রকাশ করেছেন।

মুক্ত আলোচনায় সকলের পক্ষ থেকে নারায়ণগঞ্জের চিকিৎসা খাতে বিদ্যমান নানা সমস্যা সহ হাসপাতাল গুলোর অনিময়, ভোগান্তি, এবং এসব সমস্যা সমাধানে করনীয় সম্পর্কে নিজেদের প্রস্তাবনা তুলে ধরেন।

সেই সাথে আলোচকদের এসব অভিযোগের সত্যতা রয়েছে হাসপাতাল দুটির কর্তৃপক্ষ স্বীকার করেন এবং নিজেদের ভুল সংশোধন করে নেওয়ার পাশাপাশি তাদের জনবল সহ বিভিন্ন সংকটের কথা উপস্থাপন করেন।

ওই সকল সংকট সমাধানে তারা জেলা সিভিল সার্জন ও জেলা প্রশাসক সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, খানপুর ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আবুল বাশার, সিভিল সার্জন ডা. এ.এফ.এম মুশিউর রহমান, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আরএমও ডা. জহিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির কর্ম পরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দিন, মহানগর শাখার সভাপতি আব্দুল জব্বার, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, যে সকল অভিযোগ এবং প্রস্তাবনা গুলো উপস্থাপিত হয়েছে আমরা সেগুলো নিয়ে দ্রুত সমাধানে কাজ করবো এবং কাজের আপডেট জানাতে এবং জানাতে আমরা নিয়মিত সভার আয়োজন করবো। যাতে করে সবাই একটি জবাবদিহিতার জায়গা আসে। হাসপাতালের যে সংকট গুলো রয়েছে আমরা সেগুলো সমাধানে যেখানে চিঠি দেওয়া প্রয়োজন আমরা দিবো। আশা করছি আমরা নারায়ণগঞ্জে চিকিৎসা সেবার মান আগের থেকে ভাল জায়গায় নিয়ে যেতে পারবো।

Islam's Group