News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

ফতুল্লার সাবেক ওসির কারাদণ্ড


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ০৭:৪৫ পিএম ফতুল্লার সাবেক ওসির কারাদণ্ড

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশেনের (দুদক) করা মামলায় ফতুল্লা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাছান আলীর দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি বিশেষ জজ আদালত।

রোববার (২০ জুলাই) ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক মো. আব্দুল্লাহ আল মামুনের আদালত এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি মো. হাছান আলীর ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরো তিন মাসের কারাভোগ করতে হবে।

অপর দিকে তার স্ত্রী মোছা. কামরুন্নাহার রুবির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেয়া হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, ১৯৯৭ সাল থেকে ২০১২ সালের ২৬ ডিসেম্বর পর্যন্ত ওসি মো. হাসান আলী মোট ১৩ লাখ ৯১ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। তাকে সম্পদ বিবরণী জমা দিতে বলা হলে তিনি এই পরিমাণ সম্পদের তথ্য গোপন করেন। তার বিরুদ্ধে ২০০৪ সালে দুদক আইন ২৭(১) ধারায় মামলা করা হয়েছে।  ২০১৪ সালের ১১ সেপ্টেম্বর রাজধানীর রমনা থানায় দুদকের সহকারী পরিচালক মো. হেলালউদ্দিন শরীফ বাদী হয়ে মামলাটি করেন।

Islam's Group