News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

ওয়ার্ড সচিব অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন টিপু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ০৯:২৩ পিএম ওয়ার্ড সচিব অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন টিপু

সিটি কর্পোরেশন ওয়ার্ড সচিব এসোসিয়েশন বাংলাদেশ সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডের ওয়ার্ড সচিব আলী সাবাব টিপু।

শনিবার (১৯ জুলাই) ঢাকার হাতিরঝিল এলাকায় মধুবাগ কমিউনিটি সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রাক্তন প্রধান, ড. তোফায়েল আহমেদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, মোহাম্মদ মনিরুজ্জামান।

সম্মেলনে সভাপতি হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুহাম্মদ মাসুদ ও সাধারন সম্পাদক হয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের রুহুল আমিন মোল্লা।

কমিটিতে টিপু ছাড়াও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আরও দুজন সচিব পদ পেয়েছেন। এর মধ্যে ২ নং সাংগঠনিক সম্পাদক হয়েছেন ইব্রাহিম খলিল সজিব এবং কার্যকরী সদস্য হয়েছেন ইমামুল হোসেন লিমন।

Islam's Group