News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

সিদ্ধিরগঞ্জের আকরাম গ্রেফতার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০৩:৩৩ পিএম সিদ্ধিরগঞ্জের আকরাম গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আলোচিত সন্ত্রাসী আকরামকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে চেক জালিয়াতির মামলার ওয়ারেন্ট জারি হয়েছিল। 
বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী। 
বুধবার (১৬ জুলাই) রাতে বন্দর থানা পুলিশ (নাসিক) এক নং ওয়ার্ডের হীরাঝিল আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করেছেন। 

(ওসি) লিয়াকত আলী বলেন, তার বিরুদ্ধে কোর্ট থেকে চেক জালিয়াতি মামলার ওয়ারেন্ট বের হয়েছিল। সকালেই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। 

তথ্যসুত্রে, ৫ আগস্টের পর হতে আকরামের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।  আওয়ামী লীগের পতনের পর থেকে নিজেকে বিএনপি নেতা পরিচয়ের মাধ্যমে রপ্তানিমুখী আদমজী ইপিজেডকে অশান্ত করার প্রচেষ্টা করেছিলেন তিনি। বিএনপি নেতা পরিচয়ে ইপিজেডের বিভিন্ন কারখানায় গিয়ে জোরপূর্বক ব্যবসা দখলে নিতে হামলা ও বিশৃঙ্খলার মতোও ঘটানা ঘটিয়েছে আকরাম।

এদিকে সিদ্ধিরগঞ্জে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেলে যৌথ বাহিনী তাৎপর হয়। ওইসময় আকরামের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠলে গতবছরের ৬ সেপ্টেম্বর তার বাসায় অভিযানে যান যৌথ বাহিনী। তবে,অভিযানের আভাস পাওয়া মাত্রেই আগেভাগে বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যান এই সন্ত্রাসী।

Islam's Group