গত ১৮ জুলাই এনসিপি পদযাত্রা সহ পাচঁটি রাজনৈতিক দলের কর্মসূচী সফলতায় সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার সহ কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি দল।
রোববার ২০ জুলাই নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মতবিনিময় করেন এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সমন্বয়কারী আহমেদুর রহমান তনু।
ওই সময় নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাসনিম আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইসরাত জাহান ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মোঃ ইব্রাহিম হোসেন সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা নেতৃবৃন্দরা।
এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সমন্বয়কারী আহমেদুর রহমান তনু জানান, শুক্রবার ১৮ জুলাই নারায়ণগঞ্জ শহরে পাচঁটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় কর্মসূচী পালিত হয়। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই একই সময়ে সফলতা সহিত পালন করা হয়। এতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সার্বিক সহযোগিতা কর্মসূচীগুলো সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়। সেই জন্যই নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট অতিরিক্ত পুলিশ সুপারদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছে এনসিপির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি দল।
আপনার মতামত লিখুন :