News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

জামায়াত সরিয়ে নিল ব্যানার ফেস্টুন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ০৯:১৩ পিএম জামায়াত সরিয়ে নিল ব্যানার ফেস্টুন

রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন জায়গায় লাগানো ব্যানার, ফেস্টুন ও বিল বোর্ড নিজ দায়িত্বে খুলে নিয়েছে জামায়াতের কর্মীরা। রোববার (২০ জুলাই) দুপুর থেকেই তারা এই ব্যানার, ফেস্টুন ও বিল বোর্ড সড়িয়ে নিতে থাকেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী প্রচার ও মিডিয়া সম্পাদক হাফেজ আবদুল মোমিন বলেন, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের পক্ষ থেকে দুপুর থেকে শহরের যে সমস্ত জায়গা গুলোতে বিলবোর্ড, ফেস্টুন ও ব্যানার লাগানো ছিল, তা দলীয় নেতাকর্মীদের সশরীরে উপস্থিতিতে সরিয়ে ফেলা হয়েছে। আমাদের কর্মীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চাষাঢ়া, চিটাগাং রোড হাইওয়ে সড়ক, চাষাঢ়া প্রবেশের রাস্তায় থাকা আমাদের সমস্ত ব্যানার, ফেস্টুন ও বিল বোর্ড সড়িয়ে নেয়া হয়েছে।

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর আবদুল জব্বার বলেন, গত ১৯ জুলাই ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭ দফা দাবি নিয়ে জাতীয় সমাবেশের আয়োজন করা হয়েছিলো। সেই সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগরী বিভিন্ন অলিতে গলিতে, শহরের রাস্তাঘাটে পোস্টার, ফেস্টুন, ব্যানার ইত্যাদির মাধ্যমে মাইকিং করেও শহরে সমাবেশের প্রচার-প্রচারণা চালানো হয়েছিলো।

তিনি আরও বলেন, থানায় থানায় প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সবমেষ শুক্রবার মহানগরীতে বিশাল আকারে শোডাউন করা হয়েছে। এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়েছে। তাই এখন আর এসকল বিলবোর্ড, ফেস্টুন ও ব্যানারের প্রয়োজন নেই। ফলে নারায়ণগঞ্জ শহরকে সুন্দর রাখার স্বার্থে আমাদের নেতাকর্মীরা নিজ উদ্যোগে বিলবোর্ড, ফেস্টুন ও ব্যানার সড়িয়ে নিয়েছেন।

Islam's Group