News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

কাশীপুরে জমিয়তের প্রতিনিধি সম্মেলন ৩১ সদস্যের কমিটি ঘোষণা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ০৯:০২ পিএম কাশীপুরে জমিয়তের প্রতিনিধি সম্মেলন ৩১ সদস্যের কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কাশীপুর ইউনিয়নে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ২০২৫-এ এক উচ্ছ্বাসপূর্ণ পরিবেশে ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (২০ জুলাই) আয়োজিত এ সম্মেলনে মুফতি রিয়াজ উদ্দিনকে সভাপতি ও হাফেজ হানজালাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বৃহত্তর ইসলামী জোট গঠনের সম্ভাবনা উজ্জ্বল। তাই আমরা ফতুল্লা থানার প্রতিটি ইউনিয়নে ধারাবাহিকভাবে কমিটি গঠনের মাধ্যমে মাঠ সংগঠনকে শক্তিশালী করে তুলছি।”

তিনি আরও বলেন, “দেশের নির্বাচনব্যবস্থার ওপর গভীর ষড়যন্ত্র চলছে। এই অবস্থায় সবার দায়িত্ব, সজাগ থেকে সুষ্ঠু নির্বাচন আদায়ের সংগ্রামে অংশ নেওয়া। এ নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়, এটি হচ্ছে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জনগণের যুদ্ধ—ভবিষ্যৎ নির্ধারণের যুদ্ধ। এই যুদ্ধে জয়ী হতে হলে প্রয়োজন সাহসী নেতৃত্ব। কাশীপুরবাসীর জন্য সেই নেতৃত্ব হতে পারেন মুফতি মনির কাশেমী।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি হাফিজুর রশীদ, মাওলানা এস. মোহাম্মদ ইবনে মাহফুজ, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন, মুফতি তাজুল ইসলাম আব্বাস, মাওলানা মোফাজ্জল ইবনে মাহফুজ, মাওলানা সোহেল তাইফি, মাওলানা জমির উদ্দিন ফারুকী, মাওলানা শরিফুল ইসলাম এবং মাওলানা কামরুল হাসান দায়েমী প্রমুখ।

Islam's Group