News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০৯:৪৮ পিএম ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানকালে হীরাঝিল সিটি বাজারের একটি দোকানে মেয়াদোত্তীর্ণ চকলেটসহ বিভিন্ন খাদ্যপণ্য, অনুমোদনহীন কসমেটিকস, নিষিদ্ধ সৌন্দর্যবর্ধক সামগ্রী এবং বিক্রি নিষিদ্ধ কোমল পানীয় পাওয়ার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে একটি ফার্মেসীতে মেয়াদউত্তীর্ণ ওষুধ পাওয়ার অভিযোগে ওই প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ৪ ডিসেম্বর দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে হীরাঝিল এলাকার ওই দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা পুলিশের একটি দল সহায়তা করে।

কর্মকর্তারা জানান, এ ধরনের ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য স্থানীয় ভোক্তাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

Islam's Group