নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও বিশিষ্ট সমাজসেবক প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল এর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ডেঙ্গু প্রতিরোধে মশার ওষুধ ছিটানোর কার্যক্রম অব্যাহত রয়েছে। আবু জাফর আহাম্মেদ বাবুলের উদ্যোগে প্রতি সপ্তাহের শুক্রবার বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের পরেশ সাধুর আশ্রমে ফ্রি মেডিক্যাল ক্যাম্প থেকে স্থানীয় জনসাধারণের মাঝে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয় । প্রতি শুক্রবার কয়েকশ' দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষ সেখানে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পাচ্ছে। অল্টারনেটিভ মেডিসিন সোসাইটির চেয়ারম্যান ডা. সঞ্জিত কুমার দাস অত্যন্ত আন্তরিকতার সাথে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসছেন।
স্থানীয় বাসিন্দারা আবু জাফর বাবুলের এই উদ্যোগের প্রশংসা করেন। তারা জানান, এই ধরনের সেবার মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষ, বিশেষ করে যারা নিয়মিত চিকিৎসা খরচ বহন করতে পারেন না, তারা ভীষণভাবে উপকৃত হচ্ছেন। ভবিষ্যতে এ ধরনের ‘ফ্রি মেডিকেল সার্ভিস’ অব্যাহত রাখার দাবিও জানান তারা।
আবু জাফর আহমেদ বাবুল বলেন, ুমানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল উদ্দেশ্য। সমাজে কেউ যেন শুধুমাত্র অর্থের অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়, এই ভাবনা থেকেই আমরা নিয়মিতভাবে এমন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছি। পাশাপাশি ডেঙ্গু নির্মূল করতে, মশার লার্ভা ধ্বংসে কার্যকর ওষুধ ব্যবহারে সতর্কতা অবলম্বন করছি।
এদিকে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার উৎসস্থল ধ্বংস করতে ফগার মেশিন দিয়ে মশার ওষুধ ছিটানো অব্যাহত রয়েছে। ৫ ডিসেম্বর শুক্রবার বিশিষ্ট সমাজসেবক বিএনপি ও গনমানুষের নেতা আলহাজ্ব আবু জাফর আহমেদ বাবুলের নির্দেশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১২ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মশক নিধনের জন্য ফগার মেশিনে ঔষধ ছিটানো হয়।
প্রাইম ওয়াশিং প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সমাজ সেবক জহির আহমেদ সোহেল বলেন, জনস্বার্থে আমাদের এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে দেশে এখনো ডেঙ্গুর প্রভাব কমেনি দৈনিকই কোথাও না কোথাও ডেঙ্গুতে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আছর নামাজের পর থেকে মাগরিব নামাজের আগ পর্যন্ত ডেঙ্গু মশায় প্রভাব বিস্তার করে থাকে। তাই আমাদের নিজস্ব ফগার মেশিন এবং আমাদের নিজস্ব কর্মীদের দিয়ে দৈনিক বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন এলাকায় আবু জাফর আহমেদ বাবুল আমার বড় ভাইয়ের নির্দেশে আমি এই কার্যক্রম অব্যাহত রেখেছি। আমাদের এই কার্যক্রম চলছে তো চলবে।








































আপনার মতামত লিখুন :