News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৩ মে, ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

এনপিসির ফটোগ্রাফি কর্মশালা অনুষ্ঠিত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ২, ২০২৫, ০৯:১৭ পিএম এনপিসির ফটোগ্রাফি কর্মশালা অনুষ্ঠিত

স্ট্রিট ফটোগ্রাফির উপর নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক ক্লাব (এনপিসি) দুই দিনব্যাপী আলোকচিত্র কর্মশালার সমাপ্তি হয়েছে। শুক্রবার ২ মে এনপিসির কার্যালয়ে এই কর্মশালার সমাপ্তি হয়। 

স্ট্রিট ফটোগ্রাফির উপর আয়োজন করা ইনডোর এবং আউটডোর কর্মশালা নেন এনপিসির আজীবন সদস্য এনামুল কবীর।

রনদা প্রসাদ সাহা ইউনিভার্সিটি ফটোগ্রাফি ক্লাব এবং বেইলী স্কুল ফটোগ্রাফি ক্লাবের ২৫জন শিক্ষার্থীদের মাঝে সনদ পত্র বিরতণ করেন এনপিসির কো-ফাউন্ডাার ও নীতি নির্ধারণী সদস্য জয় কে রায় চৌধুরী বাপ্পি, এনপিসির সভাপতি ইউসুফ শাহরিয়ার মুন্তাকিম এবং সাধারণ সম্পাদক মুন্তাসির মঈন।

Islam's Group