গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার, দলটির নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ সমাবেশে নারায়ণগঞ্জের নেতাকর্মীরা যোগদান করেছেন।
শক্রবার (২ মে) নির্ধারিত সময়ের মধ্যেই এনসিপির যুগ্ম-সদস্য সচিব ও শৃঙ্খলা কমিটির আহবায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের নেতৃত্বে নারায়ণগঞ্জ এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যোগদান করেন।
এসময় উপস্থিত ছিলেন- এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী, যুগ্ম-মুখ্য সমন্বয়ক তুহিন মাহমুদ, কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু, নারায়ণগঞ্জ জেলার সংগঠক আশিকুর রহমান অভি, শুভ ইসলাম, জোবায়ের হোসেন তামজিদ, তানজিমুল ইসলাম, ফয়সাল আহমেদ, ফজলে রাব্বি, সোহেল খান সিদ্দিক, রাফসান বুখারী, শাহাবুদ্দিন শান্ত, রাহাত হোসেন, ইউসুফ হোসেন, শাকিল সাইফুল্লাহ, মতিউর রহমান, তরিকুল ইসলাম, তাকবির আমান ও কাজী সোয়েব।
আপনার মতামত লিখুন :