নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক এলাকয় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের সামনে নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সেই সাথে কয়েক মিনিটের মধ্যেই কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়ে যায়।
শুক্রবার (২ মে) নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুব অধিকার পরিষদের যুব সমাবেশে এই ঘটনা ঘটে। যুব অধিকার পরিষদ জেলা ও মহানগর শাখার উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, শুক্রবার বিকেলে বিসিক শিল্প নগরীর ৪ নম্বর সড়ক এলাকায় সমাবেশের আয়োজন করে জেলা ও মহানগর যুব অধিকার পরিষদ। সেই সাথে নির্ধারিত সময়ের মধ্যেই সমাবেশের কার্যক্রম শুরু হয়। আর এই সমাবেশে প্রধান অতিথি হিসেব উপস্থিত হয়েছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর।
এরই মধ্যে সমাবেশ চলাকালিন সময়ে এক পর্যায়ে মঞ্চের সামনের সারিতে দাঁড়ানো নিয়ে এক নারী কর্মীর সঙ্গে অপর কর্মীর বাকবিতন্ডার ঘটনা ঘটে। এসময় আরেককর্মী এসে নারী কর্মীর সঙ্গে বাকবিতন্ডায় জড়ানোয় ওই সমর্থককে থাপ্পর মারেন। এ নিয়ে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়।
এসময় মঞ্চেই বসা ছিলেন সভাপতি নুরুল হক নুর। নুুরুল হক নুর মাইকে ঘোষণা দিয়ে তাদেরকে থামানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান মঞ্চ থেকে নেমে এসে পরিস্থিতি শান্ত করেন। পাশাপাশি নুুরুল হক নুর মঞ্চে থেকে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ের পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়।
এ বিষয়ে জানতে চাইলে মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. নুরুল আফসার আরমান বলেন, সামান্য বিষয় নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছিলো। পরে সাথে সাথেই আমরা নিচে নেমে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তবে হাতাহাতি নয়।
গণঅধিকার পরিষদ মহানগর কমিটির সাধারণ সম্পাদক রাহুল আরেফিন বলেন, আমরা সবাই মঞ্চে ছিলাম। সমাবেশে ধাক্কাধাক্কি থেকে একটু বিশৃঙ্খলা হয়েছিল। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়ে যায়।
আপনার মতামত লিখুন :