News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৩ মে, ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

বন্দরে নিখোঁজ জনি লাশ উদ্ধার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: মে ২, ২০২৫, ০৯:০০ পিএম বন্দরে নিখোঁজ জনি লাশ উদ্ধার

বন্দরে নিখোঁজের এক দিন পর জনি (২৬) নামে এক যুবকের মৃতদেহ  উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ২ মে বিকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দরে ২৬ নং ওয়ার্ড ঢাকেশ্বরী এলাকায় সেলিমের মালিকানাধীন পুরাতন পলিথিন গোডাউন থেকে ওই মৃতদেহটি  উদ্ধার করা হয়। নিহত জনি পাশ্ববর্তী বাগবাড়ি এলাকার বুলবুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো. কিরণ মিয়ার ছেলে। নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার এএসপি (সার্কেল খ ) আসিফ ইমাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

নিহতের পরিবার জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়িতে ফিরেনি। শুক্রবার দুপুরে সেলিমের গোডাউনে জনি'র লাশ দেখে বাড়িতে খবর দেয় এলাকাবাসী।

লাশ উদ্ধারকারি কর্মকর্তা বন্দর থানার এসআই মোতালিব জানান, বন্দরের নাসিক ২৬ নং ওয়ার্ড ঢাকেশ্বরী এলাকায়  সেলিম মিয়ার পুরাতন পলিথিন গোডাউনে সারি সারি বস্তার ফাঁকা স্থানে মাথা নিচে, পা উপড়ে  থাকাবস্থায় ছিলো।  পরে  লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।  তবে হত্যাকান্ড কি না  ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া কিছুই বলা যাচ্ছে না।  এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Islam's Group