নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব বলেন, নারায়ণগঞ্জের দুর্নাম করতে অনেকে পছন্দ করেন। অথচ এর যথেষ্ট কারণ রয়েছে। শিল্প সমৃদ্ধের শহর হিসাবে আমাদের যে সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল, যে নাগরিক সুবিধা আমাদের নারায়ণগঞ্জবাসীর ভোগ করার কথা ছিল। তার নূন্যতমটুকুও আমরা ভোগ করতে পারিনি কিছু অসাধু রাজনীতিবিদের কারণে। দীর্ঘ ১৬বছরের ফ্যাসিবাদের সরকার বিচারহীনতায় রাষ্ট্রকে ডুবিয়েছে। মানুষের গণতান্ত্রিক অধিকার করে ভোটাধিকার লুণ্ঠন করেছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এমন একটি ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছে এ দেশে যার ফলে মানুষের কোনো অধিকার সমুন্নত রাখা সম্ভব ছিল না। আমরা বিশ্বাস করি আগামী দিনে এদেশে জনগণের ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। তখন নারায়ণগঞ্জ বাংলাদেশের মধ্যে সব থেকে উন্নত জেলা হিসেবে প্রতিষ্ঠিত হবে। সেক্ষেত্রে সব থেকে বেশি অবদান থাকবে ৬ লাখ যে গার্মেন্টস শ্রমিক রয়েছে তাদের।
শুক্রবার ২ মে বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়াস্থ শহীদ মিনারে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিকদল নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব।
তিনি বলেন, গার্মেন্টস শ্রমিক, নির্মাণ শ্রমিক, বাস শ্রমিক কৃষক সবার পাশেই জাতীয়বাদী দল রয়েছে। দীর্ঘ ১৬ বছর আপনারা নির্যাতিত হয়েছেন। কোন শ্রমিক যখন কথা বলতে চেয়েছে তখনই তাদের কণ্ঠ রোধ করা হয়েছে। আমরা আগামীতে সেই অবস্থা নিশ্চিত করতে চাই, আপনার যেটা গণতান্ত্রিক রয়েছে যে কোন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা।আপনারা যদি আমাদের বিরুদ্ধেও কথা বলতে হয় সেটাও বলবেন আমরা সেই অবস্থা নিশ্চিত করতে চাই। এই বাংলাদেশকেই আমরা দেখতে চাই, যেখানে অন্যায় হবে সেখানেই প্রতিবাদ হবে। সেই বাংলাদেশকেই তারেক রহমান প্রতিষ্ঠা করতে চাই। আপনাদের ভোটে জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে আমরা সেই বাংলাদেশই গড়তে চাই।
বর্তমান রাজনীতি নিয়ে তিনি বলেন, আজকে কিছু ঘটলেই বিএনপিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। আমরা বলতে চাই, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় নাই। এই দেশে যদি কোনো অন্যায় হয়, কোন অপরাধ হয় সেটা দেখার দায়িত্ব রাষ্ট্রের। সরকারে যারা আছেন তারা দেখবেন। আমার নেতার স্পষ্টবার্তা যদি বিএনপির নাম করে কোনো দলের নেতাকর্মী কোন অপকর্ম করে এবং সাধারণ মানুষের বিরুদ্ধে যায় তাহলে সেটা দলীয় ভাবে আমরা সব সময় ব্যবস্থা নিয়েছি এবং রাষ্ট্রীয় ভাবে যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা রাষ্ট্রকে নেওয়ার জন্য আমরা নেতা আহ্বান জানিয়েছেন। অন্যায়কারী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এটাই হলো আমাদের বিএনপির রাজনীতি।
তিনি আরো বলেন, আজকে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নতি সাধিত হয়েছে তার ৮০ ভাগ আসে গার্মেন্টস শ্রমিকদের শ্রমের মাধ্যমে। তাদের অবদান অস্বীকার করার কোন উপায় নেই। শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ কেউ নষ্ট করতে চাইলে বিএনপি সেটা প্রতিরোধ করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন সেটাতে শ্রমিকসহ সব সেক্টরের কথা রয়েছে।আগামী দিনে বাংলাদেশ হবে বৈষম্যহীন। এতে শিল্পপতির যেমন অধিকার থাকবে তেমনি শ্রমিকদেরও অধিকার থাকবে। কিছু কুচক্রি শ্রমিক নামধারী নেতা গার্মেন্টস সেক্টরকে অস্থিতিশীল করতে চায় এজন্য আপনাদের সতর্ক থাকতে হবে। কোন গার্মেন্টস মালিক শ্রমিকদের ন্যায্য অধিকার বঞ্চিত করতে চাইলে বিএনপি সবসময় শ্রমিকদের পাশে থাকবে।
সংগঠনের জেলা সভাপতি মো. ইসমাইল হোসেন কাউসারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. আবুল কালাম আজাদ, গার্মেন্টস শ্রমিকদলের কেন্দ্রীয় সেক্রেটারি লুৎফুন নাহার লতা, আন্তর্জাতিক সম্পাদক আছাদুজ্জামান বাবুল, সহ অর্থ সম্পাদক আব্দুল আল মামুন, সাবেক ছাত্রনেতা খায়রুল কবির মুন্না প্রমুখ।
সমাবেশ থেকে গার্মেন্টস শ্রমিকদের ন্যুনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়।
আপনার মতামত লিখুন :