বিশ্ব সাদা ছড়ি দিবস উপলক্ষে জাতীয় অন্ধ কল্যাণ সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে সাদা ছড়ি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক দৃষ্টিহীনদের মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এস এম গালিব, হাজী মুহাম্মদ শহীদুল্লাহ, অ্যাডভোকেট মাইনুদ্দিন মিয়া, মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
মশিউর রহমান রনি বলেন, আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১ দফার মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাড়ানোর নির্দেশ দিয়েছেন। আমরা আপনাদের চোখের আলো হয়ে আজীবন পাশে থাকতে চাই। আপনাদের যা প্রয়োজন আমাদের জানাবেন।
আপনার মতামত লিখুন :