News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

ভবিষ্যতে ক্ষতির আশঙ্কা থেকে থানায় জিডি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০৬:১৭ পিএম ভবিষ্যতে ক্ষতির আশঙ্কা থেকে থানায় জিডি

ভবিষ্যতে ক্ষতি করতে পারে এমন আশঙ্কা থেকে উত্তর চাষাঢ়া চাঁনমারি এলাকার মৃত আব্দুল আউয়ালের ছেলে মো. আব্দুল সাত্তার (৫২) এর বিরুদ্ধে সাধারণ ডায়রী করা হয়েছে। গত বুধবার ১৫ অক্টোবর একই এলাকার বাসিন্দা মো. আবু সাইদ মাসুদ (৫০) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় উক্ত সাধারণ ডায়েরীটি দায়ের করেন। জিডি নং- ১২৭৪।

ডায়রীতে তিনি উল্লেখ করেন, পূর্ব শত্রুতার জের ধরে বিবাদী আব্দুল সাত্তার তার বেশ কয়েকবার বড় ধরণের ক্ষতি করার চেষ্টা করেন। এর আগেও তিনি চলতি বছরের ১০ মার্চ তিনি আরো একটি সাধারণ ডায়রী করেছিলেন। বিবাদী খারাপ প্রকৃতির লোক। গত ১৫ অক্টোবর সকাল ১০টায় তিনি একটি দৈনিকে দেখতে পায় যে, বিবাদী তাকে হয়রানী করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে। প্রকাশিত ওই সংবাদে তাকে 'ঘটনা সাজিয়ে তাকে হয়রানী করার পরিকল্পনায় সংবাদ প্রকাশ করিয়েছে। অথচ সেদিন তিনি নারায়ণগঞ্জ জেলার বাহিরে ছিলেন। সে সাথে তিনি আশঙ্কা করছে যে বিবাদী যেকোন সময় বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে।

Islam's Group