News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবীতে সভা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টা প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০৯:৩৪ পিএম কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবীতে সভা

আগামী ১৫ নভেম্বর কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবীতে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক খতমে নবুওত মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই মহাসম্মেলনকে সফল করার লক্ষ্যে রোববার (১৯ অক্টোবর) দুপুরে ডিআইটি মসজিদের দ্বিতীয় তলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সেই সাথে মতবিনিময় সভায় আগামী শুক্রবার ডিআইটি চত্বরে সমাবেশের আয়োজন করা হয়েছে। সেই সমাবেশে সকল ধর্মীয় প্রাণ মুসুল্লিদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির সিনিয়র নায়েবে আমীর আল্লামা আব্দুল আউয়াল। সভায় সভাপতিত্ব করেন জেলা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির সভাপতি আল্লামা আব্দুল কাদের।

বাংলাদেশ খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির সিনিয়র নায়েবে আমীর আল্লামা আব্দুল আউয়াল বলেন, কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার লক্ষ্যে আগামী ১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মহাসম্মেলনে দেশবরেণ্য উলামায়ে কেরাম উপস্থিত থাকার জন্য আশ্বাস দিয়েছেন।

তিনি আরও বলেন, সেই মহাসম্মেলন বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা নারায়ণগঞ্জের সংরক্ষণ কমিটির পক্ষ থেকে ডিআইটি মসজিদে উলামায়ে কেরামদের নিয়ে মতবিনিময় সভা করেছিলাম। এখানে আগামী শুক্রবার ডিআইটি চত্ত্বরে বাদ জুমআ সমাবেশের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা সকলে সক্রিয়ভাবে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি।

Islam's Group