News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

আওয়ামী লীগের রাজনীতিতে অচলাবস্থা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ১০:৪৮ পিএম আওয়ামী লীগের রাজনীতিতে অচলাবস্থা

সরকার পরিবর্তনের পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও নারায়ণগঞ্জে দলীয় রাজনীতিতে এখনো চলছে চরম অচলাবস্থা। মামলা, গ্রেপ্তার আর আত্মগোপনের ভয়ে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা কার্যত ঘরছাড়া। একসময় যাদের ব্যস্ততায় শহর-উপশহরের রাজপথ মুখর থাকত, আজ সেই রাজনীতি নিস্তব্ধ, নিরব।

সাবেক সিটি মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমসহ অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তারকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ভীতি আরও গভীর হয়েছে।

এক সময় শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাবেক সাংসদ শামীম ওসমান ক্ষমতাচ্যুতির পরপরই দেশ ত্যাগ করেন বলে জানা গেছে। তার অনুপস্থিতিতে তার অনুসারীরাও আত্মগোপনে চলে যান।

স্থানীয় রাজনৈতিক মহল বলছে, ওসমান পরিবার বিদেশে আশ্রয় নেওয়ায় জেলা আওয়ামী লীগের সক্রিয় নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে।

অন্যদিকে আইভী ভিন্ন এক প্রতীক ছিলেন ক্ষমতাচ্যুতির পরও তিনি শহরের দেওভোগের নিজ বাসভবন ‘চুনকা কুটিরে’ অবস্থান করছিলেন। এলাকায় নিয়মিত যোগাযোগ রাখতেন, অনুসারীদের মনোবল ধরে রাখার চেষ্টা করতেন। কিন্তু দুর্নীতি দমন কমিশনের মামলা ও দেশত্যাগে নিষেধাজ্ঞার পরও তিনি এলাকা না ছাড়ায় শেষ পর্যন্ত গ্রেপ্তার হন। তার গ্রেপ্তারের পর সাধারণ নেতাকর্মীদের ভরসার জায়গাটিও ভেঙে গেছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নারায়ণগঞ্জে আওয়ামী লীগের যে সাংগঠনিক শক্তি ছিল তা মূলত ব্যক্তিনির্ভর। ফলে একে একে প্রভাবশালী নেতাদের অনুপস্থিতিতে সংগঠন কার্যত পঙ্গু হয়ে পড়েছে। তৃণমূলের একাধিক নেতার ভাষ্য অনুযায়ী, এখন তাদের অবস্থা সবচেয়ে করুণ। অনেকেই ঘরবাড়ি ছেড়ে আত্মগোপনে আছেন। মামলা ও গ্রেপ্তারের ভয়ে কেউ প্রকাশ্যে আসতে সাহস পাচ্ছেন না। কেউ কেউ কাজ হারিয়ে জীবিকার সংকটে ভুগছেন।

অন্যদিকে বিদেশে অবস্থানরত শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা কলকাতা, লন্ডন ও দুবাইয়ে নিরাপদে সময় কাটাচ্ছেন বলে জানা গেছে। এতে কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। একাধিক তৃণমূল নেতা অভিযোগ করে বলেন,

“যারা আমাদের মাঠে নামতে বলেছিল, তারাই আজ বিদেশে স্বাচ্ছন্দ্যে আছেন। অথচ আমরা ঘরেও নিরাপদ নই।”

সরকার পরিবর্তনের আগে শেষ দিকটায় নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা একাধিক ঝটিকা মিছিল করেছিলেন। ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এই স্লোগান তখন রাজপথে শোনা যাচ্ছিল। তবে সেই উৎসাহ আর দেখা যায় না এখন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নারায়ণগঞ্জে আওয়ামী লীগের এই অচলাবস্থা শুধু সংগঠনের নয়, বরং ভবিষ্যৎ নেতৃত্ব সংকটেরও ইঙ্গিত দিচ্ছে। দলে নতুন করে নেতৃত্ব গড়ে ওঠার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং তৃণমূলের হতাশা ও বিভক্তি আরও বাড়ছে।

বর্তমানে শহরজুড়ে নীরব রাজনীতি, যেখানে একসময় আওয়ামী লীগের ব্যানার-ফেস্টুনে ভরপুর ছিল মোড়ে মোড়ে, এখন সেখানে ভেসে বেড়ায় অজানা শূন্যতা।

Islam's Group