News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

শিপন আহমেদের মৃত্যুতে ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের দোয়া


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০৯:৪৪ পিএম শিপন আহমেদের মৃত্যুতে ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের দোয়া

বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে সাবেক সদস্য সিনিয়র ফটো সাংবাদিক প্রয়াত শিপন আহম্মেদ এর স্মরণে সভা ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বাদ আছর চাষাঢ়া শহীদ মিনার সংলগ্ন এসোসিয়েশনের কার্যালয়ে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শাখার সভাপতি মোঃ এনামুল হক সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পদক সহিদুল ইসলাম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসাইন পন্টি ও সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসাইন স্মিথ, সিনিয়র সাংবাদিক নাহিদ হোসাইন, সিনিয়র সাংবাদিক রফিক আহমেদ, অন্তু রেজা, স্বপন, হাসান উল রাকিব, সিনিয়র ফটো সাংবাদিক প্রণব রায় ও সাংবাদিক রাশেদুল ইসলাম রাশেদ।

আরো উপস্থিত ছিলেন এসোসিয়েশনের জেলা শাখার দুই সাবেক সভাপতি তাপস সাহা ও হাজী হাবিবুর রহমান শ্যামল, সাবেক সিনিয়র সহসভাপতি পাপ্পু ভট্টাচার্য, অর্থ সম্পাদক মোঃ কাইয়ুম খান, নির্বাহী কমিটির সদস্য মোক্তার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সজিব ও সদস্য দিনার মাহমুদ।

ছিলেন প্রয়াত শিপন আহমেদের শুশুর, ভাই ও একমাত্র ছেলেসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।  

শিপন আহম্মেদ এর স্মরন সভায় বক্তারা বলেছেন, তিনি একজন সৎ ও সাহসী ফটো সাংবাদিক ছিলেন। তিনি নির অহংকারী মিশুক প্রকৃতিরও ছিলেন।

দোয়া পরিচালনা করেন ইসদাইর কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মাওলানা মেহেদী হাসান রমাদান। 

Islam's Group