নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড নির্বাচনে ১ হাজার ১৯৬ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতোন সভাপতি নির্বাচিত হয়েছেন এম সোলায়মান। তার প্রতিদ্বন্ধি প্রার্থী বদিউজ্জামান বদু পেয়েছেন ৩৪৪ ভোট।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশনের চেয়ারম্যান আনিসুল ইসলাম সানী বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে এদিন ক্লাব প্রাঙ্গণে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জ ক্লাব চত্বরে এদিন ব্যস্ততা ও উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। ক্লাবের সদস্যরা এক বছরের জন্য নতুন কার্যকরী কমিটি নির্বাচন করেছেন।





































আপনার মতামত লিখুন :