News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৬ পৌষ ১৪৩২

মুসলিম একাডেমীর নির্বাহী পরিচালক নুরুল ইসলাম খানের পাশে তৈমূর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০৯:৪৯ পিএম মুসলিম একাডেমীর নির্বাহী পরিচালক নুরুল ইসলাম খানের পাশে তৈমূর

নারায়ণগঞ্জ ঐতিহ্যবাহী মুসলিম একাডেমীর নির্বাহী পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম খানের পাশে গিয়েছেন একাডেমীর প্রতিষ্ঠাতা ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে শহরের মাসদাইর এলাকার মোহাম্মদ নুরুল ইসলাম খানের বাসায় গিয়ে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। সেই সাথে মোহাম্মদ নুরুল ইসলাম খানকে মানসিকভাবে শক্ত থাকার কথা বলেন।

এ সময় অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, মোহাম্মদ নুরুল ইসলাম খান মুসলিম একাডেমীর সম্পদ। তাকে সমাজের জন্য প্রয়োজন রয়েছে। তার দ্বারা সমাজের অনেক কল্যাণমূলক কাজ হয়েছে। আমরা তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আমরা তাকে নিয়ে সমাজের ভালো কাজগুলো করতে চাই।

এসময় উপস্থিত ছিলেন মুসলিম একাডেমীর যুগ্ম সম্পাদক খসরু নোমান, সহ সভাপতি মোহাম্মদ শেখ, পরিচালক শাহাবুদ্দিন খন্দকার, দপ্তর ও প্রচার সম্পাদক আব্দুল হালিম, পরিচালক ইয়াসির সুলতান ও পরিচালক এস আলম সাহা প্রমুখ।  

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group