News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৬ পৌষ ১৪৩২

থানার ভেতরে ছবি না তুলতে ফতুল্লা ওসির আহবান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০৮:৪০ পিএম থানার ভেতরে ছবি না তুলতে ফতুল্লা ওসির আহবান

ফতুল্লা মডেল থানার অফিস কক্ষের প্রবেশদ্বারে “ছবি তোলার জন্য অনুরোধ করিবেন না। অনুরোধক্রমে অফিসার ইনচার্জ, ফতুল্লা মডেল থানা” বিজ্ঞপ্তি টানানো হয়েছে। বিষয়টি নজরে আসার পর থানায় আগত সেবা প্রার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেলেও, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানিয়েছেন, এটি শৃঙ্খলা বজায় রাখা ও বিতর্কিত ব্যক্তিদের অপব্যবহার ঠেকানোর জন্য নেওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

থানায় সেবা নিতে আসা কয়েকজন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, পূর্ববর্তী সময়ে কখনো কোনো ওসির কক্ষে এ ধরনের পোস্টার দেখা যায়নি। তারা মনে করেন, সাধারণ জনগণ থানায় আসে সেবা নিতে, ছবি তুলতে নয়। তবে অনেকেই মানছেন যে বিতর্কিতদের সাথে ছবি তুলে অপব্যবহার রোধ করা প্রয়োজন। তবে বিষয়টি খুবই প্রশংসনীয় ও ভালো উদ্যোগ বলে মনে করছেন অনেকেই।

জানতে চাইলে ওসি মো. আব্দুল মান্নান বলেন, থানায় বিভিন্ন সময় এমন ব্যক্তিরা আসেন যারা রাজনৈতিক বা সামাজিকভাবে বিতর্কিত এবং নানা অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এসব ব্যক্তি অনেক সময় কৌশলে পুলিশ কর্মকর্তাদের সাথে ছবি তুলে সেই ছবি ব্যবহার করেন নিজেদের অবস্থান শক্ত করতে বা অন্যদের ভয় দেখাতে। অনেকেই বিভিন্ন উদ্দেশ্যে অনুমতি ছাড়া ছবি তুলতে চান। ছবি তুলে পরে তা ব্যবহার করা হয় এমনভাবে, যা আমাদের ব্যাখ্যার বাইরে চলে যায়। এতে প্রশাসনিক বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়।

ওসি আরও বলেন, “কিছু বিতর্কিত ব্যক্তি থানায় এসে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। পরে দেখা যায়, সেই ব্যক্তিরা অপরাধে জড়িয়ে পড়েন বা অপরাধী চক্রের অংশ হিসেবে ধরা পড়েন। তখন তাদের সাথে পুলিশের ছবি দেখিয়ে নানা বিভ্রান্তি সৃষ্টি করা হয়, যা সম্পূর্ণ ভিত্তিহীন হলেও ক্ষতি হয়ে যায়।” এ কারণে তিনি অনিচ্ছাকৃতভাবে বিতর্কিত ব্যক্তিদের সাথে ছবি তোলা বন্ধ করতেই এই বিজ্ঞপ্তি দিয়েছেন।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group