News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৬ পৌষ ১৪৩২

বন্দরে ইয়াবাসহ নারী মাদক কারবারি রুমা গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০৯:৫২ পিএম বন্দরে ইয়াবাসহ নারী মাদক কারবারি রুমা গ্রেপ্তার

বন্দরে ৫৫ পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রি নগদ ১২৫০ টাকাসহ রুমা আক্তার ওরফে রোমানা (৩৬) নামে নারী মাদক গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক ব্যবসায়ী রুমা আক্তার রোমানা বন্দর থানার ৩০৩/৩ নং উইলসন রোডস্থ সেলিম রেজার বাড়ী ভাড়াটিয়া কামাল মিয়ার স্ত্রী।

ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ পরিদর্শক মোঃ ফারুক মিয়া বাদী হয়ে ধৃত নারী মাদক কারবারি বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে উল্লেখিত ভাড়াটিয়া বাড়িতে অভিযান চালিয়ে ওই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, ধৃত নারী মাদক ব্যবসায়ী রুমা আক্তার ওরফে রোমানা দীর্ঘ দিন ধরে অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভাড়াটিয়া বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group