বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, এখনকার সময় যেভাবে যুবসমাজ ক্রীড়া থেকে বিমুখ হয়ে সেলফোনের নেশায় আটকে যাচ্ছে এবং ঘরকোনো হয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট করছে, এতে তাদের শারীরিক এবং মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। এলাকার যুব সমাজকে মরণঘাতী মাদক থেকে যদি দূরে রাখতে চাই এবং সেলফোনের ক্ষতিকর নেশা থেকে তাদেরকে আমরা খেলার মাঠে ফিরিয়ে আনতে পারি, তাহলে আগামী দিনে আমাদের পরবর্তী যে প্রজন্ম, সেই প্রজন্ম সুস্থভাবে বিকশিত হবে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ৮টায় নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের পাইনাদী এলাকায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে গাজী ইসমাইল হোসেন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, অনেক উদীয়মান সম্ভাবনাময়ী শিশু-কিশোর, তরুণ-যুবকদেরকে যারা আগামী দিনে এই বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যাদের কাছে আমরা এই বিধ্বস্ত বাংলাদেশ তুলে দিয়ে নতুন করে সম্ভাবনাময়ের দেশ তৈরীর জন্য দায়িত্ব দিতে চাই।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেনের সভাপতিত্বে এবং যুবদল নেতা গাজী স্বপনের সঞ্চালনায় এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল, সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলম হীরা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কাজী মাজেদুল হক, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোয়াজ হোসেন মানিক, সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন নুরু, নাসিক ২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলজার হোসেন, নাসিক ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক লুৎফর রহমান রাসেল, নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির সদস্য জামাল হোসেন ভুইয়াসহ প্রমূখ।
এ টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে খালিদ স্পোর্টিং ক্লাব বনাম জিসান হিরাঝিল স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়।
টুর্নামেন্টের আয়োজনে ছিলেন, নূরে আলম শিপলু, গাজী স্বপন, মাহবুবুর রহমান মিলন, এনামুল ও সজীবসহ প্রমুখ।





































আপনার মতামত লিখুন :