বিএনপি নারায়ণগঞ্জ মহানগর কমিটির সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা এবং শহীদ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন জেলা ও সদর-বন্দর কমিটি।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে শহরের চাষাঢ়া বালুর মাঠ সংলগ্ন ব্লুফেয়ার রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।
তিনি বলেন, প্রাইভেট ক্লিনিক মালিক ও চিকিৎসকদের প্রতি আমার বিশেষ অনুরোধ আপনারা সবাই মিলে প্রতি সপ্তাহে অন্তত একজন অসহায় রোগীকে বিনা পয়সায় চিকিৎসা দিন। এটি শুধু একটি সেবা নয়, এটি একটি ইবাদত। অনেকেই নানা উপায়ে ইবাদত করেন, কিন্তু একজন অসহায় মানুষকে চিকিৎসা দেওয়াও একটি বড় ইবাদত। আপনারা যদি সম্মিলিতভাবে এই উদ্যোগ নেন, তাহলে প্রতি মাসে হাজার হাজার দরিদ্র মানুষ চিকিৎসাসেবা পাবে, যা আমাদের দেশের জন্য অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদের দালালরা এখনো নারায়ণগঞ্জের বুকে ঘুরে বেড়াচ্ছে। এই সভার মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দালাল মোহাম্মদ আলী ও বন্দরের মাকসুদকে যেন দ্রুত গ্রেপ্তার করা হয়। এ ধরনের মোনাফেকরা যেকোনো সময়ে যেকোনো দলের কাঁধে ভর করে নিজেদের স্বার্থ হাসিল করে। এদের গ্রেপ্তার না হলে দেশে প্রকৃত শান্তি আসবে না।
এডভোকেট টিপু আরও বলেন, ক্লিনিক মালিক সমিতির নেতৃবৃন্দ যেকোনো সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করলে আমাকে আগ মুহূর্তেই ফোন করবেন। আমি আমার নাম্বার দিয়ে যাচ্ছি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো।
সভাপতির বক্তব্যে ডা. মুজিবুর রহমান বলেন, শিল্পকারখানা ও অন্যান্য সেক্টরে নিরাপত্তার জন্য পুলিশ রয়েছে, কিন্তু স্বাস্থ্য খাতে কোনো নির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেই-এটি অত্যন্ত দুঃখজনক। অথচ দেশের প্রায় ৮০ শতাংশ অসুস্থ রোগী প্রাইভেট ক্লিনিকেই চিকিৎসা নেন, মাত্র ২০ শতাংশ সরকারি হাসপাতালে যান। তবুও আমাদের ক্লিনিকগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নেই। আমরা আতঙ্ক ও ভয়ের মধ্যে কাজ করি।”
উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান, সেক্রেটারি ডা. ফারুকুল ইসলাম, ট্রেজারার মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি মিঠু আহমেদ, যুগ্ম সম্পাদক মো. কবির হোসেন, সদর-বন্দর সভাপতি নাসির হায়দার চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রব শিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।





































আপনার মতামত লিখুন :