বৃহস্পতিবার ১ জানুয়ারি বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত সাধারণ ও শ্রমজীবী মানুষদের মাঝে ১ম ধাপে কম্বল বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ জেলাসহ শাখার নেতাকর্মীবৃন্দ উপস্থিত থেকে স্থানীয় শীতার্ত মানুষের হাতে এই শীতবস্ত্র তুলে দেন। নতুন বছরের প্রথম দিনে উৎসব হিসেবে সেবামূলক এই কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের কষ্ট লাঘবের ক্ষুদ্র প্রচেষ্টা চালায় ছাত্র ফেডারেশন।
কম্বল বিতরণকালে জেলার সভাপতি সাঈদুর রহমান বলেন, "তীব্র শীতে অসহায় মানুষ যখন মানবেতর জীবনযাপন করছে, তখন ছাত্র হিসেবে আমাদের দায়বদ্ধতা থেকে আমরা মুখ ফিরিয়ে নিতে পারি না। আমরা সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং সকলের প্রতি নিজেদের সামর্থ্য ভাগাভাগি করে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।"
ছাত্র ফেডারেশন আগামীতেও জনস্বার্থে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।








































আপনার মতামত লিখুন :