News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

ফতুল্লার দুর্ধর্ষ চুন্নু গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ২১, ২০২৫, ০৯:১৫ পিএম ফতুল্লার দুর্ধর্ষ চুন্নু গ্রেপ্তার

১৪টি মামলার পলাতক আসামি ও কথিত যুবলীগ নেতা মো. মোফাজ্জল হোসেন চুন্নু(৫০)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ এর একটি দল। বুধবার ২১ মে দুপুর দেড়টায় ফতুল্লার নয়ামাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোফাজ্জল হোসেন চুন্নু নয়ামাটি (কুতুবপুর) এলাকার মৃত তালেব হোসেনের ছেলে।

র‌্যাব-১১ এর  কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

র‌্যাব জানায়, চুন্নুর বিরুদ্ধে হত্যাচেষ্টা, বিস্ফোরক আইন, মাদক, চুরিসহ বিভিন্ন অভিযোগে ফতুল্লা মডেল থানাসহ দেশের বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে। সর্বশেষ, চলতি বছরের জানুয়ারিতে ফতুল্লার পূর্ব লামাপাড়া নয়ামাটি এলাকায় এক গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি ছিল চুন্নু।

র‌্যাব-১১ মামলাটি ছায়া তদন্তের অংশ হিসেবে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুন্নুকে গ্রেপ্তার করে।

চুন্নুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১১।

Islam's Group