News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

অস্ট্রেলিয়ার এমপি সিনেটররা বাংলাদেশের পাশে : রূপন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ২১, ২০২৫, ০৮:৩৭ পিএম অস্ট্রেলিয়ার এমপি সিনেটররা বাংলাদেশের পাশে : রূপন

বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক আতাউর রহমান মুকুলের বড় ছেলে অস্ট্রেলিয়া বিএনপির সহ-দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার রেজানুর রহমান রূপন বলেছেন, “ অস্ট্রেলিয়া একটি সু-প্রতিষ্ঠিত গণতান্ত্রিক দেশ, যার পররাষ্ট্রনীতির অন্যতম মূলনীতি হলো বিশ্বজুড়ে গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচারের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহন। এই নীতির অংশ হিসেবেই অস্ট্রেলিয়ার সিনেটর ও সংসদ সদস্যগণ বরাবরের মতোই বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছেন। 

মূলত বাংলাদেশে দ্রুত নির্বাচন চেয়ে সম্প্রতি অন্তর্বর্তী সরকারকে চিঠি দিয়েছেন অস্ট্রেলিয়ার ৪০ জন সংসদ সদস্য ও সিনেটর। এ বিষয়ে জানতে চাইলে অস্ট্রেলিয়া বিএনপির সহ-দপ্তর সম্পাদক রেজানুর রহমান রূপন এসব কথা বলেন। 

জানা গেছে, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বাংলাদেশে একটি সুনির্দিষ্ট ও গ্রহনযোগ্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে অস্ট্রেলিয়ার ৪২ জন সংসদ সদস্য ও সিনেটরের চিঠি দিয়েছেন। চিঠিতে জুলাই আগস্ট বিপ্লবে শহীদ ও আহতদের র‌্যায়বিচার এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্তির দাবি তুলে ধরে, নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত ও বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে একটি যৌথ চিঠি পাঠিয়েছেন অস্ট্রেলিয়ার ৪২ জন সিনেটর ও সংসদ সদস্য। 

চিঠিতে তারা বাংলাদেশের জনগণের সাহসিকতার প্রসংসা করে উল্ল্যেখ করেন যে, মনসুন বিপ্লবের মাধ্যমে এক ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার। এই লক্ষ্যে তারা সরকারের প্রতি তিনটি মূল দাবি উত্থাপন করেন। ১. নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে তারা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক স্থিতিশীলতা নির্ভর করছে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক পর্যবেক্ষণযোগ্য নির্বাচনের উপর। এ বিষয়ে তারা অনতিবিলম্বে একটি সময়সীমাবদ্ধ নির্বাচন পরিকল্পনা প্রকাশের অনুরোধ জানান। ২. মনসুন বিপ্লবে শহীদ ও আহতদের জন্য ন্যায় বিচারের দাবি করে তারা বলেন, মানবাধিকার সংস্থা, জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী মনসুন বিপ্লব চলাকালে হাজার হাজার মানুষ নিহত ও আহত হয়েছে বলে উল্ল্যেখ করে, তারা নিরপেক্ষ তদন্ত বিচার এবং ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।

৩. র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্তির দাবি জানিয়েছে তারা বলেন, ২০০৯ সাল থেকে র‌্যাব কর্তৃক ২,৬৯৯ জন মানুষ নিহত হয়েছেন বলে মানবাধিকার সংস্থাগুলো দাবি করেছে। এসব অপরাধের প্রেক্ষিতে তারা র‌্যাব বিলুপ্তির আহ্বান জানান এবং অস্ট্রেলিয়ান সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের মতো নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ করেন। চিঠির শেষে তারা বলেন, গণতান্ত্রিক বৈধতা পুনপ্রতিষ্ঠা করতে হলে সরকারকে এখনই সাহসী ও সুস্পষ্ট পদক্ষেপ নিতে হবে। বিলম্ব বা অস্পষ্টতা জনআস্থার আরও অবনমন ঘটাবে এবং দেশের ভবিষ্যৎ গণতন্ত্রকে হুমকির মুখে ফেলবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ কমিউনিটি কাউন্সিল অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট জনাব রাশেদুল হকের সার্বিক তত্ত্বাবধানে নিউ সাউথ ওয়েলসের সিনেটর ডেভিড সোব্রিজের আমন্ত্রণে গত বছরের ২০ শে অগাস্ট অস্ট্রেলিয়ান পার্লামেন্ট একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায়, অস্ট্রেলিয়ান পার্লামেন্টের সদস্যরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে একটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠিয়েছেন। 

Islam's Group