নারায়ণগঞ্জের আড়াইহাজারে বজ্রপাতে মোকাররম মোল্লা (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাচঁগাও মোল্লাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মোকাররম ওই গ্রামের উকিল উদ্দিনের ছেলে এবং তিনি বেসরকারি কোম্পানিতে চাকুরি করতেন।
এলাকাবাসী জানান, ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল এবং প্রচন্ড বাতাস বইতে ছিল। এই সময় মোকারম তার নিজের গাছ থেকে সখের বসে আম কুড়াতে যায়। আম কুড়ানোর এক পর্যায়ে বজ্রপাতে সে গুরুতর আহত হয়। এই সময় তার আত্মীয় স্বজনরা উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কামাল হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। আড়াইহাজার থানার ওসি খন্দকার নাছির উদ্দিন জানান, লাশ দাফনের জন্য তার পরিবার হাসপাতাল থেকে নিয়ে গেছে।
আপনার মতামত লিখুন :