News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

নগরীর বিদ্যমান সমস্যা নিয়ে নাসিকের সাথে চেম্বার নেতৃবৃন্দের বৈঠক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ২১, ২০২৫, ০৬:১৭ পিএম নগরীর বিদ্যমান সমস্যা নিয়ে নাসিকের সাথে চেম্বার নেতৃবৃন্দের বৈঠক

নগরীর বিদ্যমান যানজট নিসরন এবং রাস্তার দুই পাশে ড্রেনেজ কাজ দ্রুত সমাধানের লক্ষ্যে সিটি কর্পোরেশনের প্রশাসকের সাথে আলোচনা করে লিখিত দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর নেতৃবৃন্দরা।

বুধবার ২১মে দুপুরে ব্যবসায়ী সংগঠনটির সহ সভাপতি মো. আবু জাফর এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নাসিনকের প্রশাসক এ.এইচ.এম কামরুজ্জামানের সাথে বৈঠক শেষে লিখিত দাবি জমা দেন।

চিঠিতে যানজট সমস্যা সমাধানে ঈদ-উল আযহাকে কেন্দ করে এখন থেকে ঈদ-উল আযহা সময় পর্যন্ত চলমান ড্রেন নির্মাণ কাজে নতুন ভাবে রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধ রাখা এবং যে যে স্থানে খনন রয়েছে তা অতিদ্রুত সময়ের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করাসহ বিদ্যমান ড্রেন পরিস্কার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যবসায়ী মহলের পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে। যাতে রাস্তা দিয়ে নির্বিঘ্নে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সহ কোরবানির পশু পরিবহন, মার্কেট গুলোতে ঈদের কেনা কাটা ও জনসাধারনগণ স্বাচ্ছন্দ্যময় চলাচল করতে পারে।

চেম্বারের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন পরিচালক সোহেল আক্তার, মো. গোলাম সারোয়ার (সাঈদ), আহমেদুর রহমান তনু, বিকাশ চন্দ্র সাহা, নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক এম এ শাহেদ শাহীন, সাংগঠনিক সম্পাদক মো. নিজাম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম রাজু, কার্যকরী সদস্য মো. জামিল আহমেদ ও মো. আবদুল্লাহ আল লিটন।

এর আগে গত ১৩ মে চেম্বারের আয়োজিত মতবিনিময় সভায় নারায়ণগঞ্জের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, ব্যাংক কর্মকর্তাবৃন্দ, প্রাইভেট হাসপাতাল মালিক সমিতি, জামদানি ব্যবসায়ী, রেস্তোরাঁ মালিক ও দোকান মালিকদের পক্ষ থেকে শহরের জলাবদ্ধতা এবং যানজট সমস্যা তুলে ধরা হয়। তারা বলেন, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা ও রাস্তার বেহাল দশার কারণে জনজীবন চরমভাবে দুর্ভোগে পড়ে। এজন্য তারা দ্রুত ড্রেনেজ কাজ সম্পন্ন এবং ঈদকে ঘিরে নতুন করে রাস্তা খোঁড়াখুঁড়ি না করার দাবি জানান।

Islam's Group