নারায়ণগঞ্জ সহ দেশের সকল স্থানে নেতা-কর্মীদের দলীয় শৃঙ্খলায় রাখতে শুদ্ধি অভিযান চলমান রেখেছে কেন্দ্রীয় বিএনপি। রাজনৈতিক বক্তব্য-বিবৃতিতে কেউ যেন কোনো উসকানি না ছড়ান বা বেফাঁস কিছু না বলেন, সেজন্য করা হচ্ছে হুঁশিয়ারি। এক্ষেত্রে ব্যতয় ঘটলে দেওয়া হচ্ছে শোকজ (কারণ দর্শানোর) নোটিশ। প্রয়োজনে অভিযুক্তদের দল থেকে করা হচ্ছে বহিষ্কারও। কোনো ধরনের অনিয়ম বা অভিযোগই বরদাশত করছে না হাইকমান্ড। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সা¤প্রতিক এক ভার্চুয়াল সভায় ‘কঠোর সতর্ক বার্তা’ দিয়েছেন। তিনি জানিয়েছেন, শৃঙ্খলার স্বার্থে স্বার্থপর হবে বিএনপি।
গেল রমজান মাস শুরুতে বিএনপি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ওই সময়ে নেতারা বলেছেন, দলের সিদ্ধান্ত উপেক্ষা করে যারা নিজস্ব সিদ্ধান্ত-স্বার্থ নিয়ে কাজ করবেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বহিষ্কার করা হবে। কোনো অপরাধের জন্য ছাড় দেওয়া হবে না। বাসের চালককে মারধরে জের ধরে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সদস্য সচিব ইকবাল হোসেনকে বহিস্কার করে দল। এর কয়েকদিন পর অনৈতিক কর্মকান্ডের অভিযোগে নারায়ণগঞ্জ জেলা বিএনপি আংশিক কমিটি বিলুপ্ত করা হয়। ৫ মাস বেশি সময়ে পর নারায়ণগঞ্জে প্রভাবশালী ফতুল্লা থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বহিস্কার করে আলোচনা বিএনপি হাইকমান্ড।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামীলীগ সরকারের পতনের মধ্য দিয়ে রাজনৈতিক যে পালাবাদল ঘটে, তাতে দেশজুড়ে বড় রকমের বিশৃঙ্খলার শঙ্কা দেখা দিলেও বিএনপির হাইকমান্ড কঠোর অবস্থান নিয়ে সে জায়গায় যেন লাগাম টেনে ধরেছে। সাংগঠনিক প্রতিযোগিতার জেরে অভ্যন্তরীণ বিরোধ থেকে যেন কোনো ধরনের মারামারি না হয় সেদিকে যেমন নজর রাখছে শীর্ষ নেতৃত্ব, তেমনি আর্থিক কোনো ঝামেলা বা কেলেঙ্কারিতে যেন কেউ না জড়ায় সে বিষয়েও দিয়ে দেওয়া হচ্ছে কড়া বার্তা।
জনরোষ থেকে বাঁচতে শেখ হাসিনার ভারতে পালানোর সঙ্গে সঙ্গে দেশের অপরাধ সাম্রাজ্যের অনেক মাফিয়া বা গডফাদার ও তাদের দোসররা পালিয়ে যায়। কিন্তু তাদের দখল, চাঁদাবাজিসহ নানা সিন্ডিকেটে জড়িয়ে পড়ে কতিপয় লোক। এদের অনেকে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী বলে সংবাদমাধ্যমে খবর প্রচার হতে থাকে। অভিযোগগুলো ইতোমধ্যে পৌঁছে গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছেও। তিনি একাধিকবার হুঁশিয়ারি দিচ্ছেন, দিয়ে যাচ্ছেন। কিন্তু তারপরও জেলা থেকে ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীদের নিবৃত করা যাচ্ছিল না বিধায় শোকজ ও বহিষ্কারের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে থাকে হাইকমান্ড থেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সা¤প্রতিক এক ভার্চুয়াল সভায় ‘কঠোর সতর্ক বার্তা’ দিয়েছেন। তিনি জানিয়েছেন, শৃঙ্খলার স্বার্থে স্বার্থপর হবে বিএনপি।
গত বছর ১২ ডিসেম্বর সিদ্দিরগঞ্জ থানা বিএনপি সদস্য সচিব ইকবাল হোসেনকে বহিস্কার করে দল। তার বিরুদ্ধে সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করা হরো। এর দুই সপ্তাহে ব্যবধানে অনৈতিক কর্মকান্ডে অভিযোগ প্রমাণিত হওয়ার নারায়ণগঞ্জ জেলা বিএনপি আংশিক কমিটির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের কমিটি বিলুপ্ত করা হয়।
এদিকে আওয়ামীলীগ সরকার পতনের এক মাসের মাথায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ টিপুকে পিটুনি দেয় তার দলীয় নেতাকর্মীরা। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিন্দা প্রকাশ করা হলেও এখনো দলীয় সিদ্ধান্ত দেয়া যায়নি।
আপনার মতামত লিখুন :