বহিষ্কার হওয়ার আশঙ্কা তৈরি হওয়া বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরনকে নিয়ে গোপন সভা করেছেন মহানগর বিএনপির একজন শীর্ষ নেতা। শুক্রবার ১৬ মে রাতে বন্দরের মদনপুর এলাকায় অবস্থিত সায়রা গার্ডেন রিসোর্টে উক্ত গোপন সভাটি অনুষ্ঠিত হয়েছে। সেখানে ওই নেতা ছাড়াও বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরন, সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ লিটন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। মিটিং মাজহারুল ইসলামের হিরনের বহিষ্কার ঠেকাতে শোকজের জবাবে কৌশলী উত্তর দেওয়ার পরামর্শ দিয়েছেন আইনজীবী ওই নেতা।
একটি সূত্র জানায়, মিটিংয়ে বসার পর উপস্থিত সকলের কাছ থেকে মোবাইল জব্দ করে রাখা হয়েছে। যাতে করে এই মিটিংয়ের কোনো ছবি, ভিডিও বা অডিও বাইরে প্রকাশ না হয়। এজন্য সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করা হয়েছে।
এর আগে হিরনের বিরুদ্ধে মামলা বাণিজ্যের কল রেকর্ড ফাঁস হওয়ার ঘটনায় তার কাছে জবাব চেয়ে ৭২ ঘণ্টার সময় দিয়ে শোকজ করেছেন মহানগর বিএনপির নেতৃবৃন্দরা। সেই শোকজে স্বাক্ষর করেছেন মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।
শোকজপত্রে উল্লেখ করা হয়, বিগত ৮মে নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত নিউজ পোর্টাল, স্থানীয় কয়েকটি পত্রিকা আপনার বিরুদ্ধে টাকার চাঁদার কল রেকর্ড প্রকাশিত হয়। তাতে দলের ভাবমূর্তী ক্ষুন্ন হয় এবং দল প্রশ্নের সম্মুখিন হয়।
অতএব আপনার এই ধরনের হীনকর্মকান্ডে দায়-দায়িত্ব দল বহন করবে না। তাই আপনি পত্র পাওয়ার আগামী ৭২ঘণ্টার মধ্যে আপনার বিরুদ্ধে আনিত ও উত্থাপিত কল রেকর্ড এর ব্যাপারে ব্যাখ্যা প্রদান করে আপনার অবস্থান পরিষ্কার করিবেন। অন্যথায় আপনার বিরুদ্ধে দলীয় হাই কমান্ডের নির্দেশ ও পরামর্শে আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :