News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে : ডিসি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ২১, ২০২৫, ০৭:৩৮ পিএম সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে : ডিসি

নারায়ণগঞ্জ জেলা পরিষদের আওতায় নতুন ঠিকাদারদের লাইসেন্স প্রদান করা হয়েছে। বুধবার ২ মে সকাল ১১টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে ঠিকাদারদের হাতে লাইসেন্স তুলে দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।

এ সময় তিনি বলেন, আমরা যে যে সেক্টরে আছি আমরা যেন আমাদের দায়িত্বটা বুঝার চেষ্টা করি, আমরা রোল মডেল তৈরি করে যেতে পারি। যাতে পরবর্তী প্রজন্ম আমাদের অনুসরণ করতে পারে। আমরা কেহ আজীবন বেঁচে থাকবো না। ভালো কাজ করে যেতে পারলেই মৃত্যুর পরও মানুষ মনে রাখবে। সব কিছুতেই পরিবর্তন আনতে হবে। 

তিনি আরো বলেন, আগে আমাদের শিক্ষকরা ছিল আমাদের রোল মডেল। আজকে আমাদের এই অবস্থানে আসার পেছনে তাদের অবদান রয়েছে। কিন্তু আমরা কি সেটা ধরে রাখতে পেরেছি। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে কি এখন সেই পরিবেশ আছে। কিন্তু আমাদের পারতে হবে। বর্তমান অবস্থার পরিবর্তন আনতে হবে। শিক্ষার্থীরা রাস্তায় নয় শ্রেণিকক্ষে থাকবে। সেই লক্ষ্যে আমরা জেলা ব্যাপি সেমিনার করে যাচ্ছি।

ঠিকাদারদের উদ্দেশ্যে তিনি, এই শহর আপনারাদের। এখানে আপনারাই থাকবেন আপনাদের পরবর্তী প্রজন্মরা থাকবে। সুতরাং আপনার কর্ম যেন আপনাকে বাঁচিয়ে থাকে। আপনার সরকারি অর্থ ব্যয় করার মাধ্যম। আপনাদের মাধ্যমে সরকারি টাকায় উন্নয়ন কাজ হয়। আপনারা শুনতে চাইনা কোনো কাজের এতো শতাংশ বা ওতো শতাংশ টাকার কাজ হয়। আমরা শতভাগ কাজ দেখতে চাই। সময় এসেছে পরিবর্তনের, এগিয়ে যাওয়ার। আমরা রাষ্ট্রের সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে চাই। কোনো ভাবেই যেন আমরা সম্পদের অপচয় না করি। কেন প্রশাসনের ভ্রাম্যমান আদালত দিয়ে আপনার ভুল ধরতে হবে। কতদিন এভাবে চলবে। নিজের ভালটা সবাই বুঝি। দেশের ভালটা কেন বুঝিনা? এসব সমস্যা আমাদের সমাধান আমাদের করতেই হবে। অন্যরা এসে সমাধান করে দিয়ে যাবে এটা আমরা চাইনা। ভবিষ্যত প্রজন্মকে আমরা আলোর পথ দেখাতে চাই।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী হোসনে আরা বেগম। 
 

Islam's Group