দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের বন্দরের সাংবাদিকদের কলম বিরতি পালন করা হয়েছে।
মঙ্গলবার ২০ মে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বন্দর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কতৃক ঘোষিত এ কলম বিরতি পালন করা হয়। সাংবাদিকদের সুরুক্ষা আইন, তালিকা প্রণয়ন, নিয়োগ নীতিমালা প্রণয়নসহ ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী কলম বিরতি কর্মসূচিতে সংহতি জানিয়ে বন্দরে টেলিভিশন , জাতীয়, স্থানীয় পত্রিকা ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর বন্দর কমিটির সাবেক সভাপতি ও বন্দর মডেল প্রেস ক্লাব, বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি এস.এম শাহীনের সভাপতিত্বে এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বন্দর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জি.কে রাসেল এর পরিচালনায় কলম বিরতি কর্মসূচিতে বক্তরা বলেন, সাংবাদিকদের অধিকার আদায়ে সকলে ঐক্যবদ্ধ হতে হবে। সাংবাদিকরা এদেশের নাগরিক। সত্যের পথে আমাদের কলম চলবে। হামলা, মামলা, ভয় দেখিয়ে কলম বন্ধ করা যাবে না। বিগত সরকারের আমলে পুলিশ অপরাধীদের সাথে আতাঁত করে সাংবাদিকদের কলম থামাতে তাদের পরিবারসহ যে ভাবে মামলা ও হয়রানী করেছে, বর্তমানেও তা করছে। সাংবাদিকদের মাদক ও অস্ত্র দিয়ে ফাঁসানো হচ্ছে। যারা সাংবাদিক হয়ে সাংবাদিকদের পাশে থাকে না, তারা রাক্ষুসে।
প্রশাসনকে উদ্দেশ্য করে বক্তারা বলেন আমাদের সাংবাদিক উপর যারা হামলা করছে তাদের আইনের আওতায় নিয়ে আসেন এবং কারো নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবেন না, মনে রাখবেন সাংবাদিকদের কলম কারো কাছে মাথা নাত করে না, এবং সুষ্ঠ তদন্তের মাধ্যমে আপনারা ব্যবস্থা নিবেন কোন সাংবাদিকে হয়রানি করবেন না।
কলম বিরতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলা বাজার পত্রিকার জেলা প্রতিনিধি মো. ইউসুফ আলী, মান্নান খান বাদল, নন্দিত টেলিভিশন এর বন্দর উপজেলা প্রতিনিধি সাজীদ হোসেন কিবরিয়া, উদজ্জীবিত বাংলাদেশ এর বন্দর প্রতিনিধি শামীম, প্রতিদিন নারায়ণগঞ্জ পত্রিকার বন্দর উপজেলা প্রতিনিধি মো. আবু সুফিয়ান, সাংবাদিক নাজমুল, তাইজুল ইসলাম, শাহরিয়া প্রধান ইমন, মমতাজ, সাংবাদিক মিলন, জিহাদ, সাংবাদিক প্রান্ত, আকরাম, মনির আহম্মদ, কামরুল ইসলাম রিমন প্রমুখ।
আপনার মতামত লিখুন :