আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার মিশনে নেমেছে ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূইয়া- এমন অভিযোগ ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের একাংশের নেতাকর্মীদের।
বুধবার দুপুরে ফতুল্লা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলন আয়োজক নেতাদের দাবি, ফতুল্লা থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাদের হয়রানি করতে মিথ্যা অভিযোগ এনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়েরের পাঁয়তারা করছে আক্তারের হয়ে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা জহির উদ্দিন।
জহির উদ্দিন এবং আওয়ামী সন্ত্রাসীদের পক্ষ নিয়ে বারী ভূঁইয়া থানা পুলিশকে চাপ প্রয়োগ করছেন যা বারী ভূঁইয়া গণমাধ্যমের কাছে স্বীকার করে বক্তব্যও দিয়েছেন।
বিএনপি নেতাদের অভিযোগ, শামীম ওসমান বিদেশে বসে বারী ভুইঁয়াকে দিয়ে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনে ত্যাগী নেতাদের চাপে রাখার চেষ্টা করছেন। তারই ধারাবাহিকতায় আওয়ামী দোসরদের ফতুল্লায় প্রতিষ্ঠিত করতে বারী ভূঁইয়া মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের চেষ্টা করছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন শিকদার, থানা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম লিটন, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক জুয়েল আরমান, ফতুল্লা থানা শ্রমিক দলের সভাপতি শাহআলম পাটোয়ারী প্রমুখ।
আপনার মতামত লিখুন :