News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২১ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

বন্দরে স্পিনিং মিলসে ভয়াবহ অগ্নিকাণ্ড


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: মে ২০, ২০২৫, ০৮:২১ পিএম বন্দরে স্পিনিং মিলসে ভয়াবহ অগ্নিকাণ্ড

বন্দরে একটি স্পিনিং মিলস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে কারখানার তুলা, ঝুট, পিএফএস তুলা, রোটার মেশিন ও রিসাইকেলিং মেশিন পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, আগুনে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

মঙ্গলবার ২০মে বন্দরের পূর্ব লক্ষণখোলা এলাকায় রাসেল মাহমুদ রোটার স্পিনিং মিলস লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। বন্দর ও কাঁচপুর ফায়ার সার্ভিস স্টেশনের ৪টি ইউনিট টানা ৫ ঘণ্টার চেষ্টার দুপুর ১ টা দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন মঙ্গলবার বিকেলে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।

অন্যদিকে, জোন-২ এর উপ-সহকারী পরিচালক মোহাম্মদ ওসমান গনি জানান, কারখানায় আকস্মিকভাবে আগুন লাগলে স্থানীয় বাসিন্দা ও মিলের শ্রমিকরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। প্রথমে বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আগুনের ভয়াবহতা বাড়ায় কাঁচপুর মডার্ণ স্টেশন থেকে আরও ১টি ইউনিট যোগ দেয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।

Islam's Group