নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি আবু জাফর আহম্মেদ বাবুল বলেছেন, ৪৭ বছর বিএনপি রাজনীতিতে সক্রিয় জড়িয়ে রয়েছি। বিগত আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠন সহ নেতাদের অন্তরালে কাজ করেছি। কখনো বিএনপি ছেড়ে যাইনি বরং আওয়ামী লীগ আমলে এমপি ও তাদের অনুসারীদের দফায় দফায় হামলার শিকার হয়েছে আমার প্রতিষ্ঠান ও বাড়িঘর। দীর্ঘ বছর যাবৎ বিএনপিকে সক্রিয় থাকতে সচেষ্ট থেকেছি, এবার জনগণের অন্তরে থাকতে চাই। তাই বিএনপি দলীয় মনোনয় প্রত্যাশায় জনগণের কাছে ছুটে গিয়েছি। ইতোমধ্যে বিএনপি তৃণমূল ও সাধারণ মানুষের সমর্থন নিয়ে মাঠ পর্যায়ে ধারাবাহিকতা কাজ অব্যাহত রয়েছে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জনসচেতনতায় আমার নেতৃত্বে প্রতিনিয়ত কাজ করছে বিএনপির তৃণমূল। এমন তথ্য জানিয়েছেন তিনি।
তিনি শুক্রবার ১৭ অক্টোবর বন্দর নবীগঞ্জ কদম রসূল দরগাহে জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা মাঠে নেমেছেন। ইতোমধ্যে শহর-বন্দর আসনে ছয়জন মনোনয়ন প্রত্যাশী মাঠে নেমেছেন।
এতে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শেষমেষ দলের নীতিনির্ধারক সিদ্ধান্তই মেনে নেবেন সবাই। এটা নিয়ে কোন বিরোধ থাকবে না, দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ারও সুযোগ নেই।
হাইকমান্ড থেকে নির্দেশনা পেয়ে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি আবু জাফার আহম্মেদ বাবুল বিএনপি ঘোষিত ৩১ দফা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে যাচ্ছেন সাধারণ মানুষের দুয়ারে।
এ ব্যাপারে বাবুল আরও জানান, ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলনে রাজপথে ছায়া হয়ে ছিলাম। এখন দলের নির্দেশনা পেয়েই সাধারণ মানুষের কাছে যাচ্ছি। বিএনপি জনগণের দল, আগামী দিনে জনগণের সমর্থন নিয়েই বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ। সেই সঙ্গে দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে জয়ের ব্যাপারে একশভাগ আশাবাদী। আগামীর বাংলাদেশ হবে তারুণ্যনির্ভর। দলের নির্দেশেই তৃণমূলে কাজ করছি। মনোনয়ন পাব কিনা, নির্ভর করছে হাইকমান্ডের উপর। তবে দলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মেনে নেব। বিএনপি দলকে ভালবেসে তৃণমূলের সঙ্গে সম্পৃক্ত থেকেছি। এখন দলের নির্দেশ মেনে কাজ করছি। স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের বার্তা নিয়ে ভোটারদের কাছে যাচ্ছি। আশা করছি, সব কিছু বিবেচনায় নিয়ে হাইকমান্ড চূড়ান্ত মনোনয়ন দেবে।
আপনার মতামত লিখুন :