শীতার্ত ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থা। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারী) বেলা ১১ টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা কার্যালয়ের সামনে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ সময় শতাধিক দুঃস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের হাতে কম্বল ও শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা ঐক্য পরিষদের সম্পাদকমন্ডলীর সদস্য ও প্রভাতের সদস্য গোবিন্দ চন্দ্র দাসের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও প্রভাতের পরিচালক অরুন দেবনাথের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি গণগ্রন্থগারের সাবেক লাইব্রেরিয়ান ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থার পরিচালক এম এম মোশারফ হোসেন।
সেই সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি দীল মোহাম্মদ দীলু, নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি লুৎফর রহমান লিটন ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থার পরিচালক মো. কামরুজ্জামান রনি ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তীব্র এ শীত মৌসুমে দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী মানুষের কষ্ট কিছুটা লাঘব করা সমাজের সকলের মানুষের নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও সচেতন মহল এগিয়ে এলে শীতার্ত মানুষের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে। শীত মৌসুমে অসহায় মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকে। তাদের কষ্ট কিছুটা লাঘব করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও আমাদের এ মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ঐক্য পরিষদের সভাপতি ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান প্রদীপ কুমার দাস, মহানগর ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ডু, সুব্রত কুমার সাহা, অ্যাডভোকেট রতন সরকার, মহানগরের নেতা সুজন দাস, অজয় সূত্রধর, প্রশান্ত কুমার সাহা, পংকজ রায়, তুলশী ঘোষ, বিপুল পোদ্দার, সুমন ঘোষ, কৃষ্ণপদ মজুমদার, অভিজিৎ মন্ডল শান্ত ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থার পরিচালক নুর আলম জয় সহ সদস্যরা।
একই সাথে এদিন সকালে উকিলপাড়া এলাকায় ও সন্ধ্যায় নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা এলাকায় শ্রী শ্রী সত্যনারায়ণ জিউর মন্দিরের সামনেও সমাজের পিছিয়ে পড়া দুইশতাধিক মানুষদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হয়।




































-20260102160818.jpg)



আপনার মতামত লিখুন :