News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

এটিএম কামালের বাসায় মাসুদুজ্জামান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৯:২১ পিএম এটিএম কামালের বাসায় মাসুদুজ্জামান

নারায়ণগঞ্জ মহাগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের বাসায় গিয়ে শোকার্ত পরিবারকে সান্তনা দিয়েছেন শিল্পপতি মাসুদুজ্জামান। ৯ জানুয়ারী রাত ৯টায় শহরের মিশনপাড়ায় সোনারগাঁও ভবনে গিয়ে তিনি এটিএম কামাল ও পরিবারের সঙ্গে কথা বলেন।

এদিন বিকেলে প্রয়াত এটিএম কামালের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়ায় নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্প্রতি এটিএম কামালের বহিস্কারাদেশ প্রত্যাহার হলে তিনি আমেরিকা থেকে দেশে ফিরে আসেন। ওই সময়েও মাসুদুজ্জামান একাধিকবার কামালের বাসা যান। ১৬ ডিসেম্বর মাসুদ নির্বাচন করবেন না জানানোর পরদিন এটিএম কামাল নিজেই প্রার্থী হতে পারেন ধারণা দেন। এর পর থেকে মাসুদ অনুসারী অনেকেই কামালকে এড়িয়ে চলতে থাকেন। শেষতক নারায়ণগঞ্জ-৫ আসনটি মাসুদ হারায়। এখানে বিএনপি সাবেক এমপি আবুল কালামকে মনোনয়ন দিয়েছেন।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group