News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

বন্দরে যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৮:৪১ পিএম বন্দরে যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

বন্দরে তাওহিদ (২৬) নামে এক যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে বন্দর থানার ২৪নং ওয়ার্ডের আমিরাবাদ এলাকার মামুন মিয়ার ছেলে। শুক্রবার ৯ জানুয়ারি বিকেল ৫টায় বন্দর থানার আমিরাবাদস্থ কাঁশবন থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় নিহতের স্বজনরা বন্দর থানায়  মামলা দায়েরের প্রস্তুতি চালাচ্ছে।

বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন গণমাধ্যমেকে জানান, শুক্রবার দুপুরে স্থানীয় এলাকাবাসী মৃতদেহ দেখতে পেয়ে বন্দর থানা পুলিশে খবর দেয়। পরে থানার উপ পরিদর্শক আবু বক্কর সিদ্দিকসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে এসে অর্ধ গলিত মৃতদেহ উদ্ধার করে র্মগে প্রেরণ করে। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে বন্দর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে। সেই সাথে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group