News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ দুইজন গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৯:১৪ পিএম র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ দুইজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক দ্রব্য সহ দুই সহদোর মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৬হাজার ৫শত পিছ ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ৯ জানুয়ারি দিবাগত রাত সাড়ে ৩ টায় রূপগঞ্জের ভুলতা পাড়াগাঁও মধ্যপাড়া গ্রামে গ্রেপ্তারকৃতদের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো মধ্যপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. নিঘুম ও মো. ইমন।

র‌্যাব-১১ সিপিএসসি এর সিনিয়র এডি, স্কোয়াড কমান্ডার মো. শামসুর রহমান স্বাক্ষরিত প্রেস বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় তারা দুই সহোদর মিলে পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‍্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মত সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group