বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনায় ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মিলাদ মাহফিল শেষে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়।
শুক্রবার বিকেলে ফতুল্লা মডেল থানার নন্দলালপর পিয়ারা বাগান এলাকায় ফতুল্লা থানা কুতুবপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী। তিনি বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া এ দেশ ও দেশের মানুষের জন্য মুত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কারো সাথে আপোষ করেননি। যদি তিনি নিজ ও নিজের পরিবারের কথা চিন্তা করতেন তাহলে তাকে জেল খাটতে হতোনা, উন্নত চিকিৎসার জন্য সে বিদেশে গমন করতে পারতো। অনেক সুবিধা ভোগ করতে পারতেন। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় মরহুমা বেগম খালেদা জিয়া শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, প্রধান বক্তা ছিলেন ফতুল্লা থানা ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী।
কুতুবপুর ইউনিয়ন যুবদল নেতা বাবু হাসানের সভাপতিত্বে অতিথি উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন,কৃষক দলের আহবয়াক জুয়েল আরমান,ফতুল্লা থানা শ্রমিক দলের আহবায়ক শাহ আলম পাটোয়ারী, সদস্য সচিব আল আমিন, ফতুল্লা থানা তাতিদলের সভাপতি ইউনুস মাস্টার, ফতুল্লা থানা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইব্রাহিম হোসেন, যুবদল নেতা আবিদ, অনি।






























-20260102160818.jpg)



আপনার মতামত লিখুন :