News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

সংসদ নির্বাচন মানুষ ১০০ বছর মনে রাখবে : অতিরিক্ত সচিব


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৮:৩৯ পিএম সংসদ নির্বাচন মানুষ ১০০ বছর মনে রাখবে : অতিরিক্ত সচিব

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অতিরিক্ত দায়িত্ব) কাজী মুহাম্মদ মোজাম্মেল হক বলেছেন, প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এমন একটা নির্বাচন হবে আগামী ১০০ বছর মানুষ মনে রাখবে। এই নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের সুফল যুগ যুগ ধরে মানুষ পাবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

কাজী মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, গত ১৫ বছর যারা ভোটার হয়েছি তারা ভোট দিতে পারিনি। এই ভোট একদিকে আমাদের অধিকার অন্যদিকে এই ভোট আমার দায়িত্বও বটে। জনগণের প্রতিনিধি নির্বাচনের যে অধিকার আমার রয়েছে সে অধিকার আমাকে রাষ্ট্র দিতে বাধ্য। এই অধিকার কেউ হরণ করতে পারবে না; সংবিধান আমাকে সে অধিকার দিয়েছে।

তিনি আরও বলেন, দেশের সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব উপযুক্ত প্রতিনিধি নির্বাচন করা। আমি যদি সে দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে জনগণের ভোগান্তি হবে এবং সে ভোগান্তির জন্য আমি দায়ী থাকবো। আশা করি আগামী ১২ ফেব্রুয়ারি একটা সুন্দর উৎসবমুখর নির্বাচন হবে।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হুসাইন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নূর, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group